

বদলাতে চলেছে চেকের মাধ্যমে পেমেন্ট ৷ পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে চেকে ৫০ হাজার টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে ৷ তবে এটা গ্রাহকদের উপর নির্ভর করবে তারা এই সুবিধা নিতে চান কিনা ৷ তবে ৫ লক্ষ বা তার বেশি টাকার পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে এই নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে ৷


পজিটিভ পে সিস্টেম কী ভাবে কাজ করবে ? এই সিস্টেমে যে ব্যক্তি চেক জারি করবেন তাঁকে SMS, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিএম এর মতো ইলেক্ট্রনিক মাধ্যমে চেক সংক্রান্ত বেশ কিছু তথ্য জানাতে হবে ৷ চেকের তারিখ, যাঁকে চেক দিচ্ছেন, কত টাকার চেক এই সমস্ত তথ্য জানাতে হবে ৷


ক্রস চেক হওয়ার পর হবে প্রসেস- চেক পেমেন্ট করার আগে এই সমস্ত তথ্য চেক করা হবে ৷ ক্রস চেকের সময় কোনও তথ্যে ভুল মিললে CTS Cheque Truncation System এর মাধ্যমে সেটি মার্ক করে ড্রয়িং ব্যাঙ্ক (যে ব্যাঙ্কে চেক পেমেন্ট হবে) এবং যে ব্যাঙ্ক থেকে চেক জারি করা হয়েছে তাদের এই বিষয়ে জানানো হবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এরকম পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে ৷


আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ৫০ হাজার টাকার বেশি চেক পেমেন্টের ক্ষেত্রে এই নিয়ম জারি করা হবে ৷ তবে এই সুবিধা নেবে কিনা তা গ্রাহকরা ঠিক করতে পারবেন ৷