Property Laws: বাবা যদি করে এই একটা কাজ, সমস্ত সম্পত্তি হয়ে যাবে ছেলের নামে! কিচ্ছু পাবে না মেয়ে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
যদি বাবা উইল ছাড়াই মারা যান, তাহলে তাঁর সম্পত্তি সকল আইনি উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়। এতে, পুত্র এবং কন্যা উভয়ই সমান অধিকার পান৷ তা সে সম্পত্তি পৈতৃকই হোক কি বাবার স্ব-অর্জিত৷ তবে...
advertisement
advertisement
advertisement
বাবার স্ব-অর্জিত সম্পত্তির উপর উইল প্রযোজ্য৷ যদি পিতা তাঁর উইলে লিখে থাকেন যে নিজের দ্বারা অর্জিত সম্পত্তি তিনি কেবল ছেলেকে দেবেন, তাহলে কন্যা সেখানে কোনও দাবি জানাতে পারবেন না৷ কারণ স্ব-অর্জিত সম্পত্তির ক্ষেত্রে বাবার করে যাওয়া উইলই শেষ কথা৷ সেখান থেকে বাবা ইচ্ছেমতো স্ব-অর্জিত সম্পত্তি যা খুশি দিতে পারেন, সেই স্ব-অর্জিত সম্পত্তি থেকে যাকে খুশি বাদ দিতে পারেন৷
advertisement
তবে পৈতৃক সম্পত্তির উপর বাবার করে যাওয়া উইল কাজ করে না৷ পৈতৃক সম্পত্তি অর্থাৎ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির উপর উইলের কোনও ক্ষমতা নেই। তার উপর বংশের ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের সমান অধিকার থাকে৷ বাবা বা দাদু তাঁদের ইচ্ছানুযায়ী সম্পূর্ণ সম্পত্তি কেবলমাত্র একজন ব্যক্তিকে অর্থাৎ, ছেলেকে বা নাতিকে নিয়ে যেতে পারেন না।
advertisement
ডিভোর্স দেওয়া বা দ্বিতীয় বার বিবাহিত কন্যারও বংশের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমপত্তিতে অধিকার থাকে৷ যদি কোনও মহিলার বিবাহ বাতিল হয়ে যায় বা বাবা পুনরায় বিবাহ করেন, তবে তাদের সন্তানদেরও পিতার পৈতৃক সম্পত্তির উপর পূর্ণ আইনি অধিকার থাকবে। এই ধরনের সন্তানদেরও ক্লাস 1 উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা হয়।
advertisement