Pre-Approved Personal Loan: দিনরাত ফোনে 'প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন'-এর অফার আসছে? ‘হ্যাঁ’ বলার আগে যে বিষয়গুলো জানতেই হবে

Last Updated:
দিনরাত ফোনে পার্সোনাল লোন, প্রি-অ্যাপ্রুভড লোন কিংবা এক্সক্লুসিভ কার লোনের নানা অফার নিয়ে ফোন, মেসেজ আসতে থাকে! বলা হয়, কম সুদের হার, ঝটপট হাতে টাকা পাওয়া এবং কম কাগজপত্রের মতো সুবিধার কথা। কিন্তু প্রশ্ন হল—এই সব অফারের ফাঁদে কি আদৌ পড়া উচিৎ?
1/6
দিনরাত ফোনে পার্সোনাল লোন, প্রি-অ্যাপ্রুভড লোন কিংবা এক্সক্লুসিভ কার লোনের নানা অফার নিয়ে ফোন, মেসেজ আসতে থাকে! বলা হয়, কম সুদের হার, ঝটপট হাতে টাকা পাওয়া এবং কম কাগজপত্রের মতো সুবিধার কথা। কিন্তু প্রশ্ন হল—এই সব অফারের ফাঁদে কি আদৌ পড়া উচিৎ?
Image: News18
দিনরাত ফোনে পার্সোনাল লোন, প্রি-অ্যাপ্রুভড লোন কিংবা এক্সক্লুসিভ কার লোনের নানা অফার নিয়ে ফোন, মেসেজ আসতে থাকে! বলা হয়, কম সুদের হার, ঝটপট হাতে টাকা পাওয়া এবং কম কাগজপত্রের মতো সুবিধার কথা। কিন্তু প্রশ্ন হল—এই সব অফারের ফাঁদে কি আদৌ পড়া উচিৎ?Image: News18
advertisement
2/6
ব্যক্তিগত ঋণ থেকে সবচেয়ে বেশি লাভবান হয় ব্যাংক ও এনবিএফসিব্যাংক, এনবিএফসি এবং লোন অ্যাগ্রিগেটররা ব্যবসা বাড়ানোর চাপে থাকে। ব্যক্তিগত ঋণ থেকেই তাদের সবচেয়ে বেশি আয় হয়, কারণ অন্যান্য ঋণের তুলনায় এতে সুদের হার বেশি। তাই তারা ফোন কল, মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছতে বেশি জোর দেয়। এই তিনটি মাধ্যমই সবচেয়ে কম খরচের।
Image: News18
ব্যক্তিগত ঋণ থেকে সবচেয়ে বেশি লাভবান হয় ব্যাংক ও এনবিএফসিব্যাংক, এনবিএফসি এবং লোন অ্যাগ্রিগেটররা ব্যবসা বাড়ানোর চাপে থাকে। ব্যক্তিগত ঋণ থেকেই তাদের সবচেয়ে বেশি আয় হয়, কারণ অন্যান্য ঋণের তুলনায় এতে সুদের হার বেশি। তাই তারা ফোন কল, মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছতে বেশি জোর দেয়। এই তিনটি মাধ্যমই সবচেয়ে কম খরচের।Image: News18
advertisement
3/6
সুদের হার ও প্রসেসিং ফি সম্পর্কে অবশ্যই জেনে নিনপ্রি-অ্যাপ্রুভাল বলতে শুধু এটুকুই বোঝায় যে, আপনার ক্রেডিট প্রোফাইল প্রাথমিক যোগ্যতার শর্ত পূরণ করছে। সুদের হার, বিভিন্ন ফি এবং ঋণের শর্তাবলি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে গ্রাহক ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করার পরই সাধারণত এই তথ্যগুলি জানানো হয়।

Image: News18
সুদের হার ও প্রসেসিং ফি সম্পর্কে অবশ্যই জেনে নিনপ্রি-অ্যাপ্রুভাল বলতে শুধু এটুকুই বোঝায় যে, আপনার ক্রেডিট প্রোফাইল প্রাথমিক যোগ্যতার শর্ত পূরণ করছে। সুদের হার, বিভিন্ন ফি এবং ঋণের শর্তাবলি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে গ্রাহক ঋণ নেওয়ার আগ্রহ প্রকাশ করার পরই সাধারণত এই তথ্যগুলি জানানো হয়।Image: News18
advertisement
4/6
ব্যক্তিগত ঋণ অন্যান্য ঋণের তুলনায় অনেক বেশি ব্যয়বহুলমনে রাখবেন, ব্যক্তিগত ঋণ আনসিকিউরড লোন। তাই এই ধরনের ঋণের সুদের হার সাধারণত বেশি হয়। ব্যাংক ও এনবিএফসির কাছে এগুলি বেশি লাভজনক, সেই কারণেই তারা এই ঋণের দিকেই বেশি ফোকাস করে। সুদের হার নির্ভর করে গ্রাহকের ক্রেডিট স্কোর, এমপ্লয়ার প্রোফাইল এবং সংশ্লিষ্ট ব্যাংক বা এনবিএফসি-র উপর। আপাতভাবে প্রি-অ্যাপ্রুভড লোনের অফার আকর্ষণীয় মনে হলেও, অনেক ক্ষেত্রে চলতে থাকা ঋণের উপর টপ-আপ লোন বা ক্রেডিট কার্ড ব্যালান্স ট্রান্সফার বেশি লাভজনক হতে পারে।
Image: News18
ব্যক্তিগত ঋণ অন্যান্য ঋণের তুলনায় অনেক বেশি ব্যয়বহুলমনে রাখবেন, ব্যক্তিগত ঋণ আনসিকিউরড লোন। তাই এই ধরনের ঋণের সুদের হার সাধারণত বেশি হয়। ব্যাংক ও এনবিএফসির কাছে এগুলি বেশি লাভজনক, সেই কারণেই তারা এই ঋণের দিকেই বেশি ফোকাস করে। সুদের হার নির্ভর করে গ্রাহকের ক্রেডিট স্কোর, এমপ্লয়ার প্রোফাইল এবং সংশ্লিষ্ট ব্যাংক বা এনবিএফসি-র উপর। আপাতভাবে প্রি-অ্যাপ্রুভড লোনের অফার আকর্ষণীয় মনে হলেও, অনেক ক্ষেত্রে চলতে থাকা ঋণের উপর টপ-আপ লোন বা ক্রেডিট কার্ড ব্যালান্স ট্রান্সফার বেশি লাভজনক হতে পারে।Image: News18
advertisement
5/6
ব্যক্তিগত ঋণের সুদের হার ১১–১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।আপনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে এই ধরনের অফার ভাল। তবে তার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, কোন ব্যাংক বা এনবিএফসি এই অফার দিচ্ছে? দ্বিতীয়ত, ঋণের সুদের হার কত? ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত ১১ থেকে ১৮ শতাংশের মধ্যে হয়ে থাকে। খুব জরুরি প্রয়োজনে টাকা দরকার হলে তবেই বেশি সুদের হারে ঋণ নেওয়া উচিত। হাতে সময় থাকলে অন্যান্য ব্যাংক বা এনবিএফসির ব্যক্তিগত ঋণের সুদের হারও মিলিয়ে দেখুন।
Image: News18
ব্যক্তিগত ঋণের সুদের হার ১১–১৮ শতাংশ পর্যন্ত হতে পারে।আপনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে এই ধরনের অফার ভাল। তবে তার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, কোন ব্যাংক বা এনবিএফসি এই অফার দিচ্ছে? দ্বিতীয়ত, ঋণের সুদের হার কত? ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত ১১ থেকে ১৮ শতাংশের মধ্যে হয়ে থাকে। খুব জরুরি প্রয়োজনে টাকা দরকার হলে তবেই বেশি সুদের হারে ঋণ নেওয়া উচিত। হাতে সময় থাকলে অন্যান্য ব্যাংক বা এনবিএফসির ব্যক্তিগত ঋণের সুদের হারও মিলিয়ে দেখুন।Image: News18
advertisement
6/6
বিশেষজ্ঞদের মতে, তাড়াহুড়ো করে এই ধরনের অফারে রাজি হওয়া উচিত নয়। ঋণের সমস্ত শর্তাবলি ভালভাবে বুঝে নেওয়ার পরেই সিদ্ধান্ত নিন। প্রিপেমেন্ট পেনাল্টি আছে কি না, সেটিও জেনে নিন। পাশাপাশি প্রসেসিং ফি সম্পর্কে খোঁজ নিন। সাধারণত ব্যাংক বা এনবিএফসির প্রতিনিধিরা শুরুতে এই তথ্যগুলো স্পষ্টভাবে জানান না। একবার সম্মতি দিলে আপনাকে সব শর্তাবলি মেনেই এগোতে হবে।
Image: News18
বিশেষজ্ঞদের মতে, তাড়াহুড়ো করে এই ধরনের অফারে রাজি হওয়া উচিত নয়। ঋণের সমস্ত শর্তাবলি ভালভাবে বুঝে নেওয়ার পরেই সিদ্ধান্ত নিন। প্রিপেমেন্ট পেনাল্টি আছে কি না, সেটিও জেনে নিন। পাশাপাশি প্রসেসিং ফি সম্পর্কে খোঁজ নিন। সাধারণত ব্যাংক বা এনবিএফসির প্রতিনিধিরা শুরুতে এই তথ্যগুলো স্পষ্টভাবে জানান না। একবার সম্মতি দিলে আপনাকে সব শর্তাবলি মেনেই এগোতে হবে।Image: News18
advertisement
advertisement
advertisement