Post Office Scheme: পোস্ট অফিসে প্রত্যেক মাসে ১০০০০ টাকা করে রাখছেন? ৬০ মাস পরে কত টাকা রিটার্ন আসবে? বুঝে নিন সেই হিসাব

Last Updated:
Post Office RD Scheme: অপ্রত্যাশিত খরচ, চিকিৎসার খরচ, সন্তানের শিক্ষা এবং নিজের পেনশনের ব্যবস্থা করে রাখার পরিকল্পনা আগে থেকে ছকে রাখাই ভাল।
1/5
আজকালকার ইঁদুর-দৌড়ের যুগে ভবিষ্যতের জন্য আর্থিক ভাবে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপ্রত্যাশিত খরচ, চিকিৎসার খরচ, সন্তানের শিক্ষা এবং নিজের পেনশনের ব্যবস্থা করে রাখার পরিকল্পনা আগে থেকে ছকে রাখাই ভাল। এই অবস্থায় আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে পোস্ট অফিস আরডি স্কিম। এই যোজনাটি আসলে সরকারের অনুমতিক্রমে পরিচালিত হয়। মূলত বিনিয়োগকারীদের এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্যই এই স্কিম রয়েছে। 
আজকালকার ইঁদুর-দৌড়ের যুগে ভবিষ্যতের জন্য আর্থিক ভাবে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপ্রত্যাশিত খরচ, চিকিৎসার খরচ, সন্তানের শিক্ষা এবং নিজের পেনশনের ব্যবস্থা করে রাখার পরিকল্পনা আগে থেকে ছকে রাখাই ভাল। এই অবস্থায় আর্থিক সুরক্ষা প্রদান করতে পারে পোস্ট অফিস আরডি স্কিম। এই যোজনাটি আসলে সরকারের অনুমতিক্রমে পরিচালিত হয়। মূলত বিনিয়োগকারীদের এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্যই এই স্কিম রয়েছে।
advertisement
2/5
RD কী? আরডি হল রেকারিং ডিপোজিট। যার অর্থ হল, কোনও ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে প্রত্যেক মাসে একটি স্থায়ী পরিমাণ অর্থ জমা করতে হয়। সুদের সঙ্গে ধীরে ধীরে এই টাকার পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। এটি এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিস আরডি এই সিস্টেমে সরকারি গ্যারান্টির সঙ্গে কাজ করে। তাই এটি নিরাপদ এবং ভরসাযোগ্যও বটে! যাঁরা স্বল্প পরিমাণ দিয়ে বিনিয়োগ শুরু করতে চান, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প! প্রত্যেক মাসে ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে।
RD কী? আরডি হল রেকারিং ডিপোজিট। যার অর্থ হল, কোনও ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে প্রত্যেক মাসে একটি স্থায়ী পরিমাণ অর্থ জমা করতে হয়। সুদের সঙ্গে ধীরে ধীরে এই টাকার পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। এটি এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট। পোস্ট অফিস আরডি এই সিস্টেমে সরকারি গ্যারান্টির সঙ্গে কাজ করে। তাই এটি নিরাপদ এবং ভরসাযোগ্যও বটে! যাঁরা স্বল্প পরিমাণ দিয়ে বিনিয়োগ শুরু করতে চান, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প! প্রত্যেক মাসে ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে।
advertisement
3/5
যদি বিনিয়োগকারীরা ৫০০, ১০০০ অথবা ১০০০০ টাকার স্থায়ী অ্যামাউন্ট প্রতি মাসের হিসেবে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে বিনিয়োগকারী ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। উদাহরণস্বরূপ, বিনিয়োগকারী যদি ৫ বছরের জন্য মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৫ বছর পরে পেয়ে যাবেন ৭,১৩,৬৫৯ টাকা। আসলে বিনিয়োগকারী ৫ বছরে মোট ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে সুদ হিসেবে পেয়ে যাবেন ১,১৩,৬৫৯ টাকা। চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস আরডি স্কিমের বার্ষিক সুদ ৬.৭ শতাংশ হারে বেঁধে দিয়েছে সরকার। ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি হওয়ার ফলে বিনিয়োগকারীর ডিপোজিটের উপর আয় বাড়ে। প্রত্যেক তিন মাসে এই সুদের হার পর্যালোচনা করে সরকার।
যদি বিনিয়োগকারীরা ৫০০, ১০০০ অথবা ১০০০০ টাকার স্থায়ী অ্যামাউন্ট প্রতি মাসের হিসেবে ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে বিনিয়োগকারী ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। উদাহরণস্বরূপ, বিনিয়োগকারী যদি ৫ বছরের জন্য মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৫ বছর পরে পেয়ে যাবেন ৭,১৩,৬৫৯ টাকা। আসলে বিনিয়োগকারী ৫ বছরে মোট ৬ লক্ষ টাকা বিনিয়োগ করে সুদ হিসেবে পেয়ে যাবেন ১,১৩,৬৫৯ টাকা। চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস আরডি স্কিমের বার্ষিক সুদ ৬.৭ শতাংশ হারে বেঁধে দিয়েছে সরকার। ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি হওয়ার ফলে বিনিয়োগকারীর ডিপোজিটের উপর আয় বাড়ে। প্রত্যেক তিন মাসে এই সুদের হার পর্যালোচনা করে সরকার।
advertisement
4/5
এই স্কিমের আরও একটি সুবিধা হল - জমানো রাশির উপর ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন বিনিয়োগকারীরা। যা জরুরিকালীন খরচের জন্য ব্যবহার করা সম্ভব। তবে, এই ঋণের সুদের হার আরডি সুদের সঙ্গে ঠিক ২ শতাংশ বেশি। কারা এই পন্থা অবলম্বন করতে পারেন? বেতনভুক কর্মচারী, ছোট ব্যবসায়ী, ছোট চাকরিজীবীরা নিজেদের ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণের জন্য এই স্কিম বেছে নিতে পারেন। যাঁরা বিনিয়োগের ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্যও আদর্শ।
এই স্কিমের আরও একটি সুবিধা হল - জমানো রাশির উপর ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন বিনিয়োগকারীরা। যা জরুরিকালীন খরচের জন্য ব্যবহার করা সম্ভব। তবে, এই ঋণের সুদের হার আরডি সুদের সঙ্গে ঠিক ২ শতাংশ বেশি। কারা এই পন্থা অবলম্বন করতে পারেন? বেতনভুক কর্মচারী, ছোট ব্যবসায়ী, ছোট চাকরিজীবীরা নিজেদের ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণের জন্য এই স্কিম বেছে নিতে পারেন। যাঁরা বিনিয়োগের ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্যও আদর্শ।
advertisement
5/5
বিনিয়োগের মেয়াদ বাড়ানো যাবে কি? বিনিয়োগকারী চাইলে পোস্ট অফিসের আরডি স্কিমের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নিতে পারবেন। এতে দীর্ঘমেয়াদে দারুণ সুবিধা হবে।এই স্কিম সংক্রান্ত জরুরি টিপস: ১. অ্যাকাউন্ট খুলতে আধার, প্যান কার্ড এবং ছবি লাগবে। ২. মাসে একবার করে অ্যাকাউন্টে টাকা জমা করা আবশ্যক। ৩. ডিপোজিটের তারিখ মিস করলে পেনাল্টি প্রযোজ্য হবে। ৪. অনলাইনে IPPB-র মাধ্যমেও এই স্কিম ম্যানেজ করে যাবে।
বিনিয়োগের মেয়াদ বাড়ানো যাবে কি? বিনিয়োগকারী চাইলে পোস্ট অফিসের আরডি স্কিমের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নিতে পারবেন। এতে দীর্ঘমেয়াদে দারুণ সুবিধা হবে।
এই স্কিম সংক্রান্ত জরুরি টিপস:
১. অ্যাকাউন্ট খুলতে আধার, প্যান কার্ড এবং ছবি লাগবে।
২. মাসে একবার করে অ্যাকাউন্টে টাকা জমা করা আবশ্যক।
৩. ডিপোজিটের তারিখ মিস করলে পেনাল্টি প্রযোজ্য হবে।
৪. অনলাইনে IPPB-র মাধ্যমেও এই স্কিম ম্যানেজ করে যাবে।
advertisement
advertisement
advertisement