PNB অ্যাকাউন্টহোল্ডারদের এই গুরুত্বপূর্ণ কাজটি আজই সেরে ফেলুন, না হলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট !

Last Updated:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে যে, RBI নির্দেশিকা অনুসারে, সমস্ত গ্রাহকদের KYC আপডেট করা বাধ্যতামূলক।
1/6
যে কোনও আর্থিক ক্ষেত্রে KYC এক বাধ্যতামূলক এবং অতীব গুরুত্বপূর্ণ এক প্রক্রিয়া। পুরো কথাটা হল- নো ইয়োর কাস্টমার (Know Your Customer)। এক্ষেত্রে নিজেদের পরিচয়ের বিশদ তথ্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে জমা করতে হয় আমাদের। এর মধ্যে থাকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। অনেক সময়ে ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল এ সবও জমা করার প্রয়োজন হয়ে থাকে যাতে ওই সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের সব তথ্য মজুত থাকে। ব্যাঙ্কে সময়ে সময়ে এই KYC আপডেট করারও দরকার হয়।
যে কোনও আর্থিক ক্ষেত্রে KYC এক বাধ্যতামূলক এবং অতীব গুরুত্বপূর্ণ এক প্রক্রিয়া। পুরো কথাটা হল- নো ইয়োর কাস্টমার (Know Your Customer)। এক্ষেত্রে নিজেদের পরিচয়ের বিশদ তথ্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে জমা করতে হয় আমাদের। এর মধ্যে থাকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। অনেক সময়ে ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল এ সবও জমা করার প্রয়োজন হয়ে থাকে যাতে ওই সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের সব তথ্য মজুত থাকে। ব্যাঙ্কে সময়ে সময়ে এই KYC আপডেট করারও দরকার হয়।
advertisement
2/6
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের সতর্ক হতে হবে, অন্যথায় নিজেদের অ্যাকাউন্ট শীঘ্রই বন্ধ হয়ে যাবে। কেউ যদি এখনও নিজের KYC আপডেট না করে থাকে, তাহলে এটি করার শেষ সময় ২০২৫ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। যাদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের সতর্ক হতে হবে, অন্যথায় নিজেদের অ্যাকাউন্ট শীঘ্রই বন্ধ হয়ে যাবে। কেউ যদি এখনও নিজের KYC আপডেট না করে থাকে, তাহলে এটি করার শেষ সময় ২০২৫ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।
advertisement
3/6
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে যে, RBI নির্দেশিকা অনুসারে, সমস্ত গ্রাহকদের KYC আপডেট করা বাধ্যতামূলক। ব্যাঙ্ক গ্রাহকদেরকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে তাদের KYC-এর তথ্য আপডেট করতে বলেছে, যাতে তাদের অ্যাকাউন্টগুলি সক্রিয়ভাবে কাজ করতে পারে। এটি সেই সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য, যাদের অ্যাকাউন্টের KYC ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আপডেট করার কথা ছিল।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে যে, RBI নির্দেশিকা অনুসারে, সমস্ত গ্রাহকদের KYC আপডেট করা বাধ্যতামূলক। ব্যাঙ্ক গ্রাহকদেরকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে তাদের KYC-এর তথ্য আপডেট করতে বলেছে, যাতে তাদের অ্যাকাউন্টগুলি সক্রিয়ভাবে কাজ করতে পারে। এটি সেই সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য, যাদের অ্যাকাউন্টের KYC ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে আপডেট করার কথা ছিল।
advertisement
4/6
KYC-এর জন্য কী কী প্রয়োজন -PNB গ্রাহকদের তাদের আপডেটেড তথ্য, যেমন পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, PAN/ফর্ম ৬০, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর বা অন্য কোনও KYC তথ্য জমা দিতে বলেছে। এই কাজটি PNB One/Internet Banking Services (IBS) বা নিজেদের হোম ব্রাঞ্চে ২৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত রেজিস্টার ই-মেল/পোস্টের মাধ্যমেও করা যেতে পারে।
KYC-এর জন্য কী কী প্রয়োজন -PNB গ্রাহকদের তাদের আপডেটেড তথ্য, যেমন পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক ছবি, PAN/ফর্ম ৬০, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর বা অন্য কোনও KYC তথ্য জমা দিতে বলেছে। এই কাজটি PNB One/Internet Banking Services (IBS) বা নিজেদের হোম ব্রাঞ্চে ২৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত রেজিস্টার ই-মেল/পোস্টের মাধ্যমেও করা যেতে পারে।
advertisement
5/6
অন্যথায় অ্যাকাউন্টটি আর ব্যবহার করা যাবে না -ব্যাঙ্ক বলেছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে KYC আপডেট করা না হয়, তাহলে অ্যাকাউন্ট পরিচালনায় সীমাবদ্ধতা আসতে পারে। যে কোনও সাহায্যের জন্য, গ্রাহকরা তাদের নিকটতম পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখায় যেতে পারে বা অফিসিয়াল ওয়েবসাইট https://www.pnbindia.in-এ যেতে পারে।
অন্যথায় অ্যাকাউন্টটি আর ব্যবহার করা যাবে না -ব্যাঙ্ক বলেছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে KYC আপডেট করা না হয়, তাহলে অ্যাকাউন্ট পরিচালনায় সীমাবদ্ধতা আসতে পারে। যে কোনও সাহায্যের জন্য, গ্রাহকরা তাদের নিকটতম পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শাখায় যেতে পারে বা অফিসিয়াল ওয়েবসাইট https://www.pnbindia.in-এ যেতে পারে।
advertisement
6/6
KYC কী -এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, KYC হল গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য কোনও ব্যাঙ্ক বা সংস্থার একটি উপায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। অ্যাকাউন্ট খোলার পরেও, কেওয়াইসি আপডেটের বার্তাগুলি ব্যাঙ্ক বা সংস্থা থেকে সময়ে সময়ে আসতে থাকে।
KYC কী -এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, KYC হল গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য কোনও ব্যাঙ্ক বা সংস্থার একটি উপায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। অ্যাকাউন্ট খোলার পরেও, কেওয়াইসি আপডেটের বার্তাগুলি ব্যাঙ্ক বা সংস্থা থেকে সময়ে সময়ে আসতে থাকে।
advertisement
advertisement
advertisement