PM Shram Yogi Man Dhan Yojna: Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Shram Yogi Man Dhan Yojana: ৬০ বছর থেকেই এই পেনশন পেতে থাকবেন, যদি এখন থেকেই মাত্র ২ টাকা করে বিনিয়োগ করেন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই প্রকল্পের অন্তর্গত আবেদন করলে যে যে নথিপত্র থাকতে হবে সেগুলি হল ৷ একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) বা জনধন অ্যাকাউন্ট নম্বর (Jandhan Account Number), মোবাইল নম্বর (Mobile Phone Number) ও আধার কার্ড (Aadhaar Number) থাকতে হবে ৷ বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর তবেই আবেদন করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
মূলত এই যোজনা কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের অন্তর্গত ৷ LIC, EPFO শ্রমিক সহায়তা কেন্দ্রের নির্মাণ করেছে ৷ এই যোজনা সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন তথ্য প্রদান করা হয় এখান থেকেই ৷ এই যোজনার জন্য নরেন্দ্র মোদি সরকার ১৮০০২৬৭৬৮৮৮ টোল ফ্রি নম্বর জারি করেছে ৷ এই নম্বরের মাধ্যমেও যোজনা সম্পর্কিত নানান তথ্য পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷