PM Kisan: আপনার নাম পিএম কিষানের লিস্ট থেকে বাদ পড়ে যায়নি তো ? মোবাইল থেকে মিনিটের মধ্যে জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana : পিএম কিষানের টাকা পাচ্ছেন না? আপনার নাম লিস্টে আছে কি না তা মোবাইল থেকেই কয়েক মিনিটে যাচাই করা সম্ভব। জেনে নিন সহজ অনলাইন পদ্ধতি।
advertisement
advertisement
advertisement
১. PM Kisan অফিশিয়াল ওয়েবসাইটে যান: https://pmkisan.gov.in২. হোমপেজে যান এবং ‘Beneficiary Status’ বা ‘লিস্টে নাম দেখুন’ অপশনটি বেছে নিন।৩. আপনার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন।৪. নামের সাথে জাতীয় পরিচয়পত্র (Aadhaar) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে অনুসন্ধান করুন।৫. স্ক্রিনে আপনার PM Kisan Beneficiary Status দেখা যাবে।
advertisement









