PM Kisan: কবে মিলবে পিএম কিষান যোজনার ২২ তম কিস্তির টাকা ? একই পরিবারের কতজন এই সুবিধা পাবেন ?

Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: পিএম কিষান সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি শীঘ্রই আসছে। যোগ্য কৃষকরা প্রতি কিস্তিতে ২,০০০ টাকা পাবেন ।
1/6
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) দেশের কৃষকদের জন্য অন্যতম বড় সহায়তা। এই যোজনার আওতায় কৃষকদের পরিবারের প্রতি বছর ৬,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এই অর্থ তিনটি সমান কিস্তিতে, প্রতি চার মাস অন্তর, ২,০০০ টাকার কিস্তি হিসেবে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) দেশের কৃষকদের জন্য অন্যতম বড় সহায়তা। এই যোজনার আওতায় কৃষকদের পরিবারের প্রতি বছর ৬,০০০ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এই অর্থ তিনটি সমান কিস্তিতে, প্রতি চার মাস অন্তর, ২,০০০ টাকার কিস্তি হিসেবে পাঠানো হয়।
advertisement
2/6
নতুন বছর ২০২৬ শুরু হতেই পিএম কিষান যোজনার ২২ তম কিস্তি জারি হতে পারে ৷ পিএম কিষান সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে ৷ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা ছেলে দু’জনেই কি যোজনার সুবিধা পেতে পারেন ?
নতুন বছর ২০২৬ শুরু হতেই পিএম কিষান যোজনার ২২ তম কিস্তি জারি হতে পারে ৷ পিএম কিষান সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে ৷ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাবা ছেলে দু’জনেই কি যোজনার সুবিধা পেতে পারেন ?
advertisement
3/6
এর উত্তর হচ্ছে না ৷ সরকারের নিয়ম অনুযায়ী, একটি পরিবারের কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন ৷ একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না ৷ সে ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ৷ ভুল করে বাবা ছেলে, স্বামী-স্ত্রী দু’জনে সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে ৷
এর উত্তর হচ্ছে না ৷ সরকারের নিয়ম অনুযায়ী, একটি পরিবারের কেবল একজন সদস্য এই যোজনার সুবিধা নিতে পারেন ৷ একই পরিবারের একাধিক সদস্য এই যোজনার লাভ নিতে পারবেন না ৷ সে ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাবে ৷ ভুল করে বাবা ছেলে, স্বামী-স্ত্রী দু’জনে সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই টাকা সরকার ফেরত নিয়ে নেবে ৷
advertisement
4/6
পিএম কিষান যোজনার টাকা কবে আসে ?

সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ক্রেডিট হয়
দ্বিতীয় কিস্তির টাকা অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে
তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে
পিএম কিষান যোজনার টাকা কবে আসে ?সাধারণত প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ক্রেডিট হয়দ্বিতীয় কিস্তির টাকা অগাস্ট থেকে নভেম্বরের মধ্যেতৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে
advertisement
5/6
কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি, ফার্মার রেজিস্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অপশন অন, জমির নথি এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷ আবেদন পত্রে নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা আধার নম্বর ভুল থাকলে সেটি ঠিক করিয়ে নিন ৷ না হলে আটকে যেতে পারে টাকা ৷
কিস্তির টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি, ফার্মার রেজিস্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অপশন অন, জমির নথি এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷ আবেদন পত্রে নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা আধার নম্বর ভুল থাকলে সেটি ঠিক করিয়ে নিন ৷ না হলে আটকে যেতে পারে টাকা ৷
advertisement
6/6
পিএম লিস্টে আপনার নাম কীভাবে চেক করবেন-পিএম কিষানের সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in যেতে হবে

ফার্মাস কর্নারে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট সিলেক্ট করতে হবে

রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবে

এরপর গেট রিপোর্টে ক্লিক করতেই আপনার স্টেটাস চেক করতে পারবেন
পিএম লিস্টে আপনার নাম কীভাবে চেক করবেন-পিএম কিষানের সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in যেতে হবেফার্মাস কর্নারে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট সিলেক্ট করতে হবেরাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিতে হবেএরপর গেট রিপোর্টে ক্লিক করতেই আপনার স্টেটাস চেক করতে পারবেন
advertisement
advertisement
advertisement