

দেশে গত কয়েকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ ২৭ ফেব্রুয়ারির পর থেকে এখনও পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ কিন্তু গত মাসে একাধিকবার তেলের দাম বৃদ্ধি করেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে বর্তমানে দেশের প্রায় সমস্ত শহরে পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই যাচ্ছে ৷


প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ ডলারের তুলনায় টাকার মূল্য ও এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপরে নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷


বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামদিল্লি- পেট্রোল ৯১.১৭ টাকা, ডিজেল ৮১.৪৭ টাকামু্ম্বই- পেট্রোল ৯৭.৫৭ টাকা, ডিজেল ৮৮.৬০কলকাতা- পেট্রোল ৯১.৩৫ টাকা, ডিজেল ৮৪.৩৫ টাকাচেন্নাই- পেট্রোল ৯৩.১১ টাকা, ডিজেল ৮৬.৪৫ টাকানয়ডা- পেট্রোল ৮৯.৩৮ টাকা, ডিজেল ৮১.৯১ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৪.২২ টাকা, ডিজেল ৮৬.৩৭ টাকাভোপাল- পেট্রোল ৯৯.২১ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮৭.৭৩ টাকা, ডিজেল ৮১.১৭ টাকাপটনা- পেট্রোল ৯৩.৪৮ টাকা, ডিজেল ৮৬.৭৩ টাকালখনউ- পেট্রোল ৮৯.৩১ টাকা, ডিজেল ৮১.৮৫ টাকা