Petrol Diesel Prices Hike : জ্বালানির জ্বালা, আরও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:
Petrol Diesel Prices Hike : দেখে নিন চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-
1/7
বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা করে বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১২০ টাকা পেরিয়ে গিয়েছে যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৷ এর পাশাপাশি মহারাষ্ট্রের আরও একটি শহর পরভনীতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২২.৮৫ টাকা হয়ে গিয়েছে ৷ সরকারি সংস্থাগুলি গত ১৬ দিনে প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়িয়েছে জ্বালানির দাম ৷
বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা করে বেড়ে হয়েছে ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১২০ টাকা পেরিয়ে গিয়েছে যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ৷ এর পাশাপাশি মহারাষ্ট্রের আরও একটি শহর পরভনীতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২২.৮৫ টাকা হয়ে গিয়েছে ৷ সরকারি সংস্থাগুলি গত ১৬ দিনে প্রতি লিটারে ১০.২০ টাকা বাড়িয়েছে জ্বালানির দাম ৷
advertisement
2/7
একদিকে দেশের সমস্ত জায়গায় যখন হু হু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম, সেখানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে বুধবার পেট্রোল ৪০ পয়সা সস্তা হয়ে গিয়েছে ৷ এখানে ১ লিটার পেট্রোলের দাম ১২১.৬৫ টাকা যা ৫ এপ্রিল ১২২.০৫ টাকা ছিল ৷ ডিজেলও ৩৪ পয়সা সস্তা হয়ে ১০৪.১৯ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷
একদিকে দেশের সমস্ত জায়গায় যখন হু হু করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম, সেখানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে বুধবার পেট্রোল ৪০ পয়সা সস্তা হয়ে গিয়েছে ৷ এখানে ১ লিটার পেট্রোলের দাম ১২১.৬৫ টাকা যা ৫ এপ্রিল ১২২.০৫ টাকা ছিল ৷ ডিজেলও ৩৪ পয়সা সস্তা হয়ে ১০৪.১৯ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷
advertisement
3/7
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-  দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা  মুম্বই- পেট্রোল ১২০.৫২ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা  চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা  কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম- দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা মুম্বই- পেট্রোল ১২০.৫২ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
advertisement
4/7
অন্যান্য শহরে পেট্রোলের দাম-  নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা  লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা  পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা  পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
অন্যান্য শহরে পেট্রোলের দাম- নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
advertisement
5/7
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
6/7
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
7/7
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
advertisement
advertisement