গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড ভাঙার খেলায় মেতেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ দাম বাড়ার কারণে কমেছে পেট্রোল পাম্পের ব্যবসা ৷ গ্রাহকদের পেট্রোল-ডিজেল কেনায় আগ্রহী করতে এবার ফ্রি গিফটের অফার চালু করতে চলেছেন পেট্রোল পাম্প মালিকরা ৷ তাও যে কোনও উপহার নয়, পেট্রোল ও ডিজেলের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ওয়াশিং মেশিং, ল্যাপটপ, এসি, বাইকের মতো দামী সামগ্রী ৷
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এমনই অবস্থা মধ্যপ্রদেশের পেট্রোল পাম্প মালিকদের ৷ দেশে পেট্রোল ও ডিজেলের উপর সবচেয়ে বেশি ভ্যাট ধার্য করেছে এই রাজ্য ৷ ফলে এই রাজ্যে জ্বালানির দামে ছেঁকা খাচ্ছেন বাসিন্দারা ৷ পকেট বাঁচাতে অন্য রাজ্যে গিয়ে পেট্রোল-ডিজেল কিনে আনছেন বাসিন্দারা ৷ সব কিছুর মাঝে ফাঁপরে পড়েছেন মধ্যপ্রদেশের পেট্রোল পাম্প মালিকরা ৷ ফলে বিক্রি বাড়াতে এখন ফ্রি গিফটই ভরসা ৷
মধ্যপ্রদেশের এক স্থানীয় ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ লিটার পেট্রোল কিনলেই ক্রেতা পাবেন ফ্রি ব্রেকফার্স্ট ৷ ৫ হাজার লিটার পেট্রোল অথবা ডিজেল কিনলে উপহার হিসেবে ক্রেতাকে দেওয়া হবে মোবাইল, সাইকেলের মতো উপহার ৷ ১৫ হাজার লিটার পেট্রোল ডিজেলে ক্রেতা জিতবেন আলমারি, সোফা সেট ৷ ২৫,০০০ লিটার ডিজেল ও পেট্রোল কিনলেই বাড়িতে পৌঁছে যাবে স্প্লিট এসি বা ল্যাপটপ, অটোমেটিক ওয়াশিং মেশিন ৷
আজও লিটারে ১৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি পেট্রোল ৮৩ টাকা ৭৫ পয়সা। ৭ দিনে পেট্রোলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৫৩ পয়সা। আজ ডিজেলের দাম লিটারপ্রতি ৭৫ টাকা ৮২ পয়সা। ৭ দিনে ডিজেলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৬৩ পয়সা। মহারাষ্ট্রে পেট্রোলের দাম পৌঁছল ৯০.০৫ টাকা ৷ কলকাতায় এদিন লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ৮৩.৭৫ টাকায় আর এক লিটার ডিজেলের দাম ৭৭.৪৭ টাকা ৷