Mothers Property Rights: মা যদি উইল না করে মারা যান, তবে কে বা কারা পাবেন তাঁর সম্পত্তি? জানুন সম্পূর্ণ আইনি নিয়ম...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mothers Property Rights: মা যদি উইল না করে মারা যান, তাহলে তাঁর সম্পত্তি আইন অনুযায়ী কাদের কাছে যাবে এটা একটা বিরাট প্রশ্ন। হিন্দু ও মুসলিম আইন অনুযায়ী এই ভাগাভাগির নিয়ম সম্পূর্ণ আলাদা। জানুন কোন ক্ষেত্রে কে পাবে মায়ের অর্জিত বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি...
advertisement
advertisement
advertisement
হিন্দু উত্তরাধিকার আইনে (১৯৫৬ অনুযায়ী), যদি কোনো হিন্দু নারী উইল না করেই মারা যান, তাহলে তাঁর স্বামী, পুত্র, কন্যা এবং প্রয়াত পুত্র বা কন্যার সন্তানদের মধ্যে সেই সম্পত্তি সমানভাবে ভাগ হয়। এদের কেউ না থাকলে, সম্পত্তি স্বামীর উত্তরাধিকারীদের মধ্যে যাবে। সেখানেও কেউ না থাকলে, মায়ের পিতামাতার দিকে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মায়ের সম্পত্তি কীভাবে দাবি করবেন: প্রথমে মা-এর ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আইনি উত্তরাধিকারীরা কারা তা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দলিল যেমন খতিয়ান, ট্যাক্স রসিদ ইত্যাদি জোগাড় করে, স্থানীয় প্রশাসন বা আদালতে আইনি উত্তরাধিকারী সনদ (legal heir certificate) অথবা উত্তরাধিকার সনদ (succession certificate) এর জন্য আবেদন করতে হবে। পরে নামজারি বা মিউটেশন করে সম্পত্তির হালনাগাদ করতে হবে। কোনো বিরোধ থাকলে আদালতে মামলা করা যায়।
advertisement
মুসলিম আইনে উত্তরাধিকার: মুসলিম পার্সোনাল ল (শরিয়াহ অ্যাপ্লিকেশন অ্যাক্ট, 1937) অনুসারে, মুসলিম উত্তরাধিকার নির্ধারিত হয়। সেখানে কারও জন্মসূত্রে অধিকার থাকে না। পুত্র কন্যার তুলনায় দ্বিগুণ ভাগ পান। একজন কন্যা থাকলে তিনি অর্ধেক পান, একাধিক কন্যা থাকলে তারা সম্মিলিতভাবে তিন-চতুর্থাংশ পান। মুসলিম নারী তাঁর সম্পত্তির এক-তৃতীয়াংশ উইল করতে পারেন। বাকি অংশ আইনগত উত্তরাধিকারীদের জন্য বরাদ্দ।
advertisement