Mothers Property Rights: মা যদি উইল না করে মারা যান, তবে কে বা কারা পাবেন তাঁর সম্পত্তি? জানুন সম্পূর্ণ আইনি নিয়ম...

Last Updated:
Mothers Property Rights: মা যদি উইল না করে মারা যান, তাহলে তাঁর সম্পত্তি আইন অনুযায়ী কাদের কাছে যাবে এটা একটা বিরাট প্রশ্ন। হিন্দু ও মুসলিম আইন অনুযায়ী এই ভাগাভাগির নিয়ম সম্পূর্ণ আলাদা। জানুন কোন ক্ষেত্রে কে পাবে মায়ের অর্জিত বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি...
1/12
মায়ের নিজ নামে থাকা সম্পত্তির উপর তাঁর পূর্ণ অধিকার থাকে। তিনি সেই সম্পত্তি কিনে থাকুন বা উত্তরাধিকারসূত্রে কিংবা উপহার হিসেবে পেয়ে থাকুন—সব ক্ষেত্রেই সেই সম্পত্তির একচ্ছত্র মালিক তিনি নিজেই।
মায়ের নিজ নামে থাকা সম্পত্তির উপর তাঁর পূর্ণ অধিকার থাকে। তিনি সেই সম্পত্তি কিনে থাকুন বা উত্তরাধিকারসূত্রে কিংবা উপহার হিসেবে পেয়ে থাকুন—সব ক্ষেত্রেই সেই সম্পত্তির একচ্ছত্র মালিক তিনি নিজেই।
advertisement
2/12
ভারতের উত্তরাধিকার আইন ধর্ম, লিঙ্গ এবং পারিবারিক সম্পর্ক অনুসারে ভিন্ন হয়ে থাকে। যেমনটা অনেকেই জানেন যে পিতা উইল না করে মারা গেলে সম্পত্তি কীভাবে ভাগ হয়। কিন্তু মায়ের নামে থাকা সম্পত্তি মা উইল না করেই মারা গেলে কাকে যাবে—এই বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না।
ভারতের উত্তরাধিকার আইন ধর্ম, লিঙ্গ এবং পারিবারিক সম্পর্ক অনুসারে ভিন্ন হয়ে থাকে। যেমনটা অনেকেই জানেন যে পিতা উইল না করে মারা গেলে সম্পত্তি কীভাবে ভাগ হয়। কিন্তু মায়ের নামে থাকা সম্পত্তি মা উইল না করেই মারা গেলে কাকে যাবে—এই বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না।
advertisement
3/12
মা জীবিত থাকতে সেই সম্পত্তি তিনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, বিক্রি করতে পারেন বা উপহার দিতেও পারেন। সন্তানরা তখন সেই সম্পত্তিতে কোনো দাবি করতে পারে না। কিন্তু যদি মা উইল না করে মারা যান, তাহলে কী হবে? আইনি নিয়ম অনুসারে সেই সম্পত্তি কারা পাবে, তা নির্ধারিত হয়।
মা জীবিত থাকতে সেই সম্পত্তি তিনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, বিক্রি করতে পারেন বা উপহার দিতেও পারেন। সন্তানরা তখন সেই সম্পত্তিতে কোনো দাবি করতে পারে না। কিন্তু যদি মা উইল না করে মারা যান, তাহলে কী হবে? আইনি নিয়ম অনুসারে সেই সম্পত্তি কারা পাবে, তা নির্ধারিত হয়।
advertisement
4/12
হিন্দু উত্তরাধিকার আইনে (১৯৫৬ অনুযায়ী), যদি কোনো হিন্দু নারী উইল না করেই মারা যান, তাহলে তাঁর স্বামী, পুত্র, কন্যা এবং প্রয়াত পুত্র বা কন্যার সন্তানদের মধ্যে সেই সম্পত্তি সমানভাবে ভাগ হয়। এদের কেউ না থাকলে, সম্পত্তি স্বামীর উত্তরাধিকারীদের মধ্যে যাবে। সেখানেও কেউ না থাকলে, মায়ের পিতামাতার দিকে যাবে।
হিন্দু উত্তরাধিকার আইনে (১৯৫৬ অনুযায়ী), যদি কোনো হিন্দু নারী উইল না করেই মারা যান, তাহলে তাঁর স্বামী, পুত্র, কন্যা এবং প্রয়াত পুত্র বা কন্যার সন্তানদের মধ্যে সেই সম্পত্তি সমানভাবে ভাগ হয়। এদের কেউ না থাকলে, সম্পত্তি স্বামীর উত্তরাধিকারীদের মধ্যে যাবে। সেখানেও কেউ না থাকলে, মায়ের পিতামাতার দিকে যাবে।
advertisement
5/12
সন্তানদের ও সৎ সন্তানের অধিকার: পুত্রদের ক্ষেত্রে: মা উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তিতে সমান অধিকার থাকে।
সন্তানদের ও সৎ সন্তানের অধিকার: পুত্রদের ক্ষেত্রে: মা উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তিতে সমান অধিকার থাকে।
advertisement
6/12
কন্যাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা বিবাহিত হোক বা না হোক, সম্পত্তিতে ছেলেদের মতোই সমান অধিকার রাখে। ২০০৫ সালের সংশোধনের পর কন্যারাও কো-পারসেনার হিসেবে গণ্য হয় এবং পূর্বপুরুষদের সম্পত্তির ভাগ চাইতে পারে।
কন্যাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা বিবাহিত হোক বা না হোক, সম্পত্তিতে ছেলেদের মতোই সমান অধিকার রাখে। ২০০৫ সালের সংশোধনের পর কন্যারাও কো-পারসেনার হিসেবে গণ্য হয় এবং পূর্বপুরুষদের সম্পত্তির ভাগ চাইতে পারে।
advertisement
7/12
সৎ সন্তানদের ক্ষেত্রে: স্বয়ংক্রিয়ভাবে কোনো অধিকার থাকে না। যদি মা তাঁদের দত্তক গ্রহণ করেন বা উইলে তাঁদের নাম থাকে, তবেই তাঁরা সম্পত্তি পাবে।
সৎ সন্তানদের ক্ষেত্রে: স্বয়ংক্রিয়ভাবে কোনো অধিকার থাকে না। যদি মা তাঁদের দত্তক গ্রহণ করেন বা উইলে তাঁদের নাম থাকে, তবেই তাঁরা সম্পত্তি পাবে।
advertisement
8/12
সম্পত্তির ধরণ অনুযায়ী ভাগের নিয়ম: অর্জিত সম্পত্তি: মা নিজের পরিশ্রমে বা ক্রয় করে অর্জন করেছেন, সেই সম্পত্তি উইল না থাকলে স্বামী, পুত্র, কন্যাদের মধ্যে সমানভাবে ভাগ হবে। পূর্বপুরুষের সম্পত্তি: মা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন, তাহলে তাঁর সন্তানদের মধ্যে তা ভাগ হবে।
সম্পত্তির ধরণ অনুযায়ী ভাগের নিয়ম: অর্জিত সম্পত্তি: মা নিজের পরিশ্রমে বা ক্রয় করে অর্জন করেছেন, সেই সম্পত্তি উইল না থাকলে স্বামী, পুত্র, কন্যাদের মধ্যে সমানভাবে ভাগ হবে। পূর্বপুরুষের সম্পত্তি: মা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন, তাহলে তাঁর সন্তানদের মধ্যে তা ভাগ হবে।
advertisement
9/12
উত্তরাধিকারভিত্তিক সম্পত্তি: মা তাঁর মা-বাবা বা শ্বশুর-শাশুড়ির কাছ থেকে পেলে, মৃত্যুর পরে সম্পত্তি কোন পরিবার থেকে এসেছে তার উপর ভিত্তি করে ভাগ হবে।
উত্তরাধিকারভিত্তিক সম্পত্তি: মা তাঁর মা-বাবা বা শ্বশুর-শাশুড়ির কাছ থেকে পেলে, মৃত্যুর পরে সম্পত্তি কোন পরিবার থেকে এসেছে তার উপর ভিত্তি করে ভাগ হবে।
advertisement
10/12
মায়ের সম্পত্তি কীভাবে দাবি করবেন: প্রথমে মা-এর ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আইনি উত্তরাধিকারীরা কারা তা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দলিল যেমন খতিয়ান, ট্যাক্স রসিদ ইত্যাদি জোগাড় করে, স্থানীয় প্রশাসন বা আদালতে আইনি উত্তরাধিকারী সনদ (legal heir certificate) অথবা উত্তরাধিকার সনদ (succession certificate) এর জন্য আবেদন করতে হবে। পরে নামজারি বা মিউটেশন করে সম্পত্তির হালনাগাদ করতে হবে। কোনো বিরোধ থাকলে আদালতে মামলা করা যায়।
মায়ের সম্পত্তি কীভাবে দাবি করবেন: প্রথমে মা-এর ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর আইনি উত্তরাধিকারীরা কারা তা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দলিল যেমন খতিয়ান, ট্যাক্স রসিদ ইত্যাদি জোগাড় করে, স্থানীয় প্রশাসন বা আদালতে আইনি উত্তরাধিকারী সনদ (legal heir certificate) অথবা উত্তরাধিকার সনদ (succession certificate) এর জন্য আবেদন করতে হবে। পরে নামজারি বা মিউটেশন করে সম্পত্তির হালনাগাদ করতে হবে। কোনো বিরোধ থাকলে আদালতে মামলা করা যায়।
advertisement
11/12
মুসলিম আইনে উত্তরাধিকার: মুসলিম পার্সোনাল ল (শরিয়াহ অ্যাপ্লিকেশন অ্যাক্ট, 1937) অনুসারে, মুসলিম উত্তরাধিকার নির্ধারিত হয়। সেখানে কারও জন্মসূত্রে অধিকার থাকে না। পুত্র কন্যার তুলনায় দ্বিগুণ ভাগ পান। একজন কন্যা থাকলে তিনি অর্ধেক পান, একাধিক কন্যা থাকলে তারা সম্মিলিতভাবে তিন-চতুর্থাংশ পান। মুসলিম নারী তাঁর সম্পত্তির এক-তৃতীয়াংশ উইল করতে পারেন। বাকি অংশ আইনগত উত্তরাধিকারীদের জন্য বরাদ্দ।
মুসলিম আইনে উত্তরাধিকার: মুসলিম পার্সোনাল ল (শরিয়াহ অ্যাপ্লিকেশন অ্যাক্ট, 1937) অনুসারে, মুসলিম উত্তরাধিকার নির্ধারিত হয়। সেখানে কারও জন্মসূত্রে অধিকার থাকে না। পুত্র কন্যার তুলনায় দ্বিগুণ ভাগ পান। একজন কন্যা থাকলে তিনি অর্ধেক পান, একাধিক কন্যা থাকলে তারা সম্মিলিতভাবে তিন-চতুর্থাংশ পান। মুসলিম নারী তাঁর সম্পত্তির এক-তৃতীয়াংশ উইল করতে পারেন। বাকি অংশ আইনগত উত্তরাধিকারীদের জন্য বরাদ্দ।
advertisement
12/12
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া আইন সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। কোন সমস্যার জন্য নিউজ18 বাংলা কোনও ভাবেই দায়ি থাকবে না...
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া আইন সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। কোন সমস্যার জন্য নিউজ18 বাংলা কোনও ভাবেই দায়ি থাকবে না...
advertisement
advertisement
advertisement