Money Making Tips: এই বিশেষ দোকান খুললেই বছরে আয় করতে পারেন লাখ লাখ টাকা! দোকান খুলতে কী কী লাগবে শুধু জানুন...

Last Updated:
Money Making Tips: চশমার দোকান এখন শুধু চশমা বিক্রির জায়গা নয়, বরং একটি লাভজনক ব্যবসা। তবে এই ব্যবসা শুরু করতে হলে প্রয়োজন হয় বিশেষ যন্ত্রপাতি, অভিজ্ঞ অপ্টোমেট্রিস্ট এবং বৈধ রেজিস্ট্রেশন। জানুন কিভাবে শুরু করবেন অপ্টিক্যাল শপ। বিস্তারিত জানুন...
1/8
চশমার দোকান এখন শুধুমাত্র দৃষ্টিশক্তি দুর্বলতার প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এটি ফ্যাশন, লুক, ট্রেন্ড এবং স্ট্যাটাসের প্রতীক হয়ে উঠেছে। বড় বড় ব্র্যান্ডগুলি আজ হাজারো ভ্যারাইটি নিয়ে বাজারে উপস্থিত রয়েছে। ব্র্যান্ড, ডিজাইন ও প্রযুক্তির কারণে চশমার দাম কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকায় পৌঁছে যাচ্ছে।
চশমার দোকান এখন শুধুমাত্র দৃষ্টিশক্তি দুর্বলতার প্রয়োজন মেটানোর জন্য নয়, বরং এটি ফ্যাশন, লুক, ট্রেন্ড এবং স্ট্যাটাসের প্রতীক হয়ে উঠেছে। বড় বড় ব্র্যান্ডগুলি আজ হাজারো ভ্যারাইটি নিয়ে বাজারে উপস্থিত রয়েছে। ব্র্যান্ড, ডিজাইন ও প্রযুক্তির কারণে চশমার দাম কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকায় পৌঁছে যাচ্ছে।
advertisement
2/8
এই কারণেই চশমার ব্যবসা আজ অনেক লাভজনক হয়ে উঠেছে। এমনকি একটি সাধারণ দোকান থেকেও মাসে লাখ লাখ টাকার আয় হতে পারে। ফলে চশমার দোকান খোলার প্রতি যুবসমাজের আগ্রহ দিন দিন বাড়ছে।
এই কারণেই চশমার ব্যবসা আজ অনেক লাভজনক হয়ে উঠেছে। এমনকি একটি সাধারণ দোকান থেকেও মাসে লাখ লাখ টাকার আয় হতে পারে। ফলে চশমার দোকান খোলার প্রতি যুবসমাজের আগ্রহ দিন দিন বাড়ছে।
advertisement
3/8
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, চশমার দোকান খোলার জন্য কী করতে হয়? এর জন্য কি কোনো ডিগ্রি লাগে, অথবা কোনো বিশেষ ধরনের লাইসেন্স প্রয়োজন? দৃষ্টিশক্তির চশমার দোকান কি কেবলমাত্র চোখের ডাক্তাররাই খুলতে পারেন, না কি এমন কেউ যার মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সেও কি খুলতে পারে?
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, চশমার দোকান খোলার জন্য কী করতে হয়? এর জন্য কি কোনো ডিগ্রি লাগে, অথবা কোনো বিশেষ ধরনের লাইসেন্স প্রয়োজন? দৃষ্টিশক্তির চশমার দোকান কি কেবলমাত্র চোখের ডাক্তাররাই খুলতে পারেন, না কি এমন কেউ যার মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সেও কি খুলতে পারে?
advertisement
4/8
নয়ডা সেক্টর ১৮ মেট্রো স্টেশনের নিচে অবস্থিত আট্টা মার্কেটে
নয়ডা সেক্টর ১৮ মেট্রো স্টেশনের নিচে অবস্থিত আট্টা মার্কেটে "নয়ডা অপটিক্স" নামক জনপ্রিয় চশমার দোকানের মালিক নরেন্দ্র ত্রিখা জানাচ্ছেন, চশমার দোকান খোলার জন্য আলাদা করে কোনো লাইসেন্সের দরকার পড়ে না। তবে অন্য দোকানের মতো এটিকে রেজিস্টার করাতে হয় এবং জিএসটি নম্বর নিতে হয়, যাতে ট্যাক্স এবং রিটার্ন ফাইলিংয়ে কোনও সমস্যা না হয়।
advertisement
5/8
ত্রিখা বলেন, যেহেতু চশমার দোকানে দৃষ্টিশক্তির চশমা তৈরি হয়, তাই সেখানে চোখ পরীক্ষার উপযুক্ত মেশিন থাকা আবশ্যক। এছাড়াও একজন ডিগ্রি প্রাপ্ত অপটোমেট্রিস্ট থাকা অত্যন্ত জরুরি, যিনি সঠিকভাবে চোখ পরীক্ষা করে প্রেস্ক্রিপশন দিতে পারেন।
ত্রিখা বলেন, যেহেতু চশমার দোকানে দৃষ্টিশক্তির চশমা তৈরি হয়, তাই সেখানে চোখ পরীক্ষার উপযুক্ত মেশিন থাকা আবশ্যক। এছাড়াও একজন ডিগ্রি প্রাপ্ত অপটোমেট্রিস্ট থাকা অত্যন্ত জরুরি, যিনি সঠিকভাবে চোখ পরীক্ষা করে প্রেস্ক্রিপশন দিতে পারেন।
advertisement
6/8
দিল্লির মুখার্জি আই ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট ও আই সার্জন ডাঃ রাজীব মুখার্জি জানান, যেকোনো চশমার দোকানে একজন প্রশিক্ষিত অপটোমেট্রিস্ট থাকা বাধ্যতামূলক। যেখানে অপটোমেট্রিস্ট নেই, সেখান থেকে চশমা বানানো উচিত নয়। অপটোমেট্রিস্ট চোখের পরীক্ষার মাধ্যমে কোনো রোগ বা সমস্যার আভাস পেলে রোগীকে চোখের বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন।
দিল্লির মুখার্জি আই ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট ও আই সার্জন ডাঃ রাজীব মুখার্জি জানান, যেকোনো চশমার দোকানে একজন প্রশিক্ষিত অপটোমেট্রিস্ট থাকা বাধ্যতামূলক। যেখানে অপটোমেট্রিস্ট নেই, সেখান থেকে চশমা বানানো উচিত নয়। অপটোমেট্রিস্ট চোখের পরীক্ষার মাধ্যমে কোনো রোগ বা সমস্যার আভাস পেলে রোগীকে চোখের বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন।
advertisement
7/8
তবে অপটোমেট্রিস্ট কোনো মেডিকেল প্রেসক্রিপশন বা ওষুধ দিতে পারে না, সেটি শুধুমাত্র চোখের ডাক্তার অর্থাৎ অপথালমোলজিস্টের কাজ। যদি কোনও অপটোমেট্রিস্ট ওষুধ দেন, তবে তা সম্পূর্ণ বেআইনি।
তবে অপটোমেট্রিস্ট কোনো মেডিকেল প্রেসক্রিপশন বা ওষুধ দিতে পারে না, সেটি শুধুমাত্র চোখের ডাক্তার অর্থাৎ অপথালমোলজিস্টের কাজ। যদি কোনও অপটোমেট্রিস্ট ওষুধ দেন, তবে তা সম্পূর্ণ বেআইনি।
advertisement
8/8
অপটোমেট্রিস্ট হতে হলে কি করতে হয়? ডাঃ রাজীব জানান, এর জন্য অপটোমেট্রি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করতে হয়। ভারতে ৪ বছরের বিএসসি ইন অপটোমেট্রি ডিগ্রি পাওয়া যায়। কিছু প্রতিষ্ঠান ২ বছরের ডিপ্লোমা কোর্সও করায়। অপটোমেট্রিস্টরা শুধু চশমার দোকানেই নয়, সরকারী বা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা প্রাইভেট প্র্যাকটিসেও কাজ করতে পারেন। তাঁরা গবেষণার কাজেও যুক্ত থাকেন।
অপটোমেট্রিস্ট হতে হলে কি করতে হয়? ডাঃ রাজীব জানান, এর জন্য অপটোমেট্রি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করতে হয়। ভারতে ৪ বছরের বিএসসি ইন অপটোমেট্রি ডিগ্রি পাওয়া যায়। কিছু প্রতিষ্ঠান ২ বছরের ডিপ্লোমা কোর্সও করায়। অপটোমেট্রিস্টরা শুধু চশমার দোকানেই নয়, সরকারী বা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা প্রাইভেট প্র্যাকটিসেও কাজ করতে পারেন। তাঁরা গবেষণার কাজেও যুক্ত থাকেন।
advertisement
advertisement
advertisement