Money Making Tips: মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা! শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি

Last Updated:
Money Making Tips: সঠিক পদ্ধতি মেনে চললে মাত্র ৬ মাসে আয় হবে লাখ টাকা ৷
1/5
কলা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মলয় চৌধুরী বাড়ির পাশের এক বিঘা জমিতে হাজারের বেশী জি-নাইন জাতের কলা চাষ করেছেন। সেই কলা চাষেই ভাগ্য খুলেছে তার।
কলা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর মলয় চৌধুরী বাড়ির পাশের এক বিঘা জমিতে হাজারের বেশী জি-নাইন জাতের কলা চাষ করেছেন। সেই কলা চাষেই ভাগ্য খুলেছে তার।
advertisement
2/5
পরীক্ষামূলকভাবে বছর দুয়েক আগে জি-নাইন জাতের কলার কাজ শুরু করেন মলয় বাবু। উচ্চ ফলনশীল এই জাতের কলার প্রতিটি কাঁদিতে কলা ধরবে প্রায় ৯০ থেকে ১০০টি। অল্প জমিতেও জি-নাইন কলা চাষে বেশি ফলন পাওয়ার যায় বলে জানান মলয় বাবু।
পরীক্ষামূলকভাবে বছর দুয়েক আগে জি-নাইন জাতের কলার কাজ শুরু করেন মলয় বাবু। উচ্চ ফলনশীল এই জাতের কলার প্রতিটি কাঁদিতে কলা ধরবে প্রায় ৯০ থেকে ১০০টি। অল্প জমিতেও জি-নাইন কলা চাষে বেশি ফলন পাওয়ার যায় বলে জানান মলয় বাবু।
advertisement
3/5
জানা যায় এই জাতের একটি কলার কাঁদিতে ৬ মাসে ৭ থেকে ৮ ছড়ি কলা পাওয়া যায়। এবং প্রতিটি ছড়িতে ১০ থেকে ১২টি করে কলা পাওয়া যায়মলয় চৌধুরী জানান এই জাতের কলা রোপণের ৬ মাস অন্তর ফলন দেয়। ১ বছরে ২ বার ফলন আসে ।গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না এই কলা গাছ।
জানা যায় এই জাতের একটি কলার কাঁদিতে ৬ মাসে ৭ থেকে ৮ ছড়ি কলা পাওয়া যায়। এবং প্রতিটি ছড়িতে ১০ থেকে ১২টি করে কলা পাওয়া যায়মলয় চৌধুরী জানান এই জাতের কলা রোপণের ৬ মাস অন্তর ফলন দেয়। ১ বছরে ২ বার ফলন আসে ।গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না এই কলা গাছ।
advertisement
4/5
গাছ থেকে সংগ্রহের পর এ কলা তুলনামূলক বেশিদিন টিকে থাকে। প্রতি কাঁদি কলা বর্তমান বাজার মূল্যে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দামে বাজারে বিক্রি হয়।একটি গাছে এক থেকে দুটি কাঁদি কলা আসে ।
গাছ থেকে সংগ্রহের পর এ কলা তুলনামূলক বেশিদিন টিকে থাকে। প্রতি কাঁদি কলা বর্তমান বাজার মূল্যে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা দামে বাজারে বিক্রি হয়।একটি গাছে এক থেকে দুটি কাঁদি কলা আসে ।
advertisement
5/5
মলয় বাবুর হাজার টি কলা গাছে হাজার থেকে বারোশো টি কাঁদি কলা হয়েছে যা বিক্রি করলেই লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর।
মলয় বাবুর হাজার টি কলা গাছে হাজার থেকে বারোশো টি কাঁদি কলা হয়েছে যা বিক্রি করলেই লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর।
advertisement
advertisement
advertisement