Auto Expo 2023: অটো-এক্সপো ২০২৩-এ নেক্সট জেন হেক্টর সিরিজ লঞ্চ করল এমজি মোটর ইন্ডিয়া! দাম কত জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
আকর্ষণীয় দামে হেক্টরের থাকছে মোট পাঁচটি ভ্যারিয়েন্ট - স্টাইল, স্মার্ট, স্মার্ট প্রো, শার্প প্রো এবং স্যাভি প্রো।
ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে অটো এক্সপো ২০২৩। গাড়ির এই মেলায় নতুন হেক্টর এবং হেক্টর প্লাস গাড়ি লঞ্চ করল এমজি মোটর ইন্ডিয়া। এই দুই মডেলের দাম শুরু হচ্ছে যথাক্রমে ১৪.৭২ লক্ষ (এক্স-শোরুম) এবং ১৭.৪৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে। আকর্ষণীয় দামে হেক্টরের থাকছে মোট পাঁচটি ভ্যারিয়েন্ট - স্টাইল, স্মার্ট, স্মার্ট প্রো, শার্প প্রো এবং স্যাভি প্রো। আর এই ফ্ল্যাগশিপ এসইউভি পাওয়া যাচ্ছে ৫, ৬ এবং ৭ সিটারের কনফিগারেশনে। শুধু তা-ই নয়, এর বসার ব্যবস্থাও দুর্দান্ত ভাবে ডিজাইন করা হয়েছে, রয়েছে পর্যাপ্ত জায়গাও। এই এসইউভি-র ৬ সিটারের ক্ষেত্রে মিলবে ক্যাপ্টেন কনফিগারেশন আর ৭ সিটার এই এসইউভি-তে থাকবে বেঞ্চ সিট।
advertisement
বুধবার অর্থাৎ ১১ জানুয়ারি অটো এক্সপো ২০২৩-এর মঞ্চে এমজি মোটর ইন্ডিয়া ভবিষ্যতের গতিশীলতা ‘ড্রাইভ অ্যাহেড’-এর বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে। ওই সংস্থার ভবিষ্যতের সমস্ত প্রযুক্তি এবং গাড়ির ক্ষেত্রেই আরও জোরদার করা হবে এই ‘ড্রাইভ অ্যাহেড’ থিম। এখানেই শেষ নয়, এমজি মোটর ইন্ডিয়া ওই অনুষ্ঠানে নিজেদের পোর্টফোলিও থেকে ১৪টি উৎপাদন-প্রস্তুত গাড়ির কথাও জানিয়েছে। যা থেকে স্পষ্ট হয়েছে, ওই গাড়ি নির্মাতা সংস্থার মূল লক্ষ্য হল টেকসই, সচেতন এবং উদ্ভাবনী প্রযুক্তি।
advertisement
নেক্সট জেন হেক্টর-এ থাকছে ট্র্যাফিক জ্যাম অ্যাসিস্ট (টিজেএ) এবং অটো টার্ন ইন্ডিকেটর-সহ ১১ অটোনমাস লেভেল ২ (এডিএএস) ফিচার। যা মানসিক শান্তি, নিরাপত্তা এবং আরামের অভিজ্ঞতা প্রদান করবে। ফলে অতিরিক্ত সুরক্ষার সঙ্গে বাধা-বিপত্তিহীন ভাবে গাড়ি চালানোর মজা উপভোগ করা যাবে। স্টিয়ারিং অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে ইন্ডিকেটর লাইট স্বয়ংক্রিয় ভাবেই অন কিংবা অফ হয়ে যাবে। নেক্সট জেন হেক্টরের এক্সটেরিয়ারও দুর্দান্ত ভাবে ডিজাইন করা হয়েছে। বাড়ানো হয়েছে এর সেফটি ফিচারও। নতুন এই এসইউভি-র ইন্টেরিয়রে থাকছে ডুয়াল টোন আর্জিল ব্রাউন এবং উডেন ফিনিশ-সহ কালো থিম।
advertisement
এখানেই চমকের শেষ নয়, আরও বাকি রয়েছে! নতুন এই এসইউভি-তে থাকবে ভারতের সব থেকে বড় অর্থাৎ ৩৫.৫৬ সেন্টিমিটার (১৪ ইঞ্চি)-এর এইচডি পোট্রেট ইনফোটেনমেন্ট সিস্টেম। সঙ্গে থাকবে একেবারে নতুন ইউজার ইন্টারফেসও। এ-ছাড়াও থাকবে নতুন প্রযুক্তির ডিজিটাল ব্লুটুথ কি এবং কি শেয়ারিং ক্যাপাবিলিটিও। জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে লক, আনলক এবং স্টার্ট ড্রাইভের ক্ষেত্রে এই প্রযুক্তি কাজে লাগবে। নেক্সট জেন হেক্টরে এখন থাকছে ১০০ ভয়েস কম্যান্ড-সহ ৭৫টিরও বেশি কানেক্টেড ফিচার। থাকবে আই-স্মার্ট টেক।
advertisement
সানরুফের জন্য টাচ-স্ক্রিন কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট আলোর জন্য ভয়েস কম্যান্ড, মোট ৫টি ভারতীয় ভাষায় নেভিগেশন ভয়েস গাইডেন্স, ৫০টিরও বেশি হিংলিশ কম্যান্ড এবং অন্যান্য সহায়ক অ্যাপও থাকবে। সাহায্যকারী এই অ্যাপগুলির মধ্যে অন্যতম হল - পার্ক প্লাস (পার্কিংয়ের জায়গা খোঁজা এবং বুকিং করার জন্য), জিওসাভন (সঙ্গীতের জন্য) ইত্যাদি। নেক্সট জেন হেক্টরে রয়েছে কয়েকটি প্রধান নিরাপত্তা বিষয়ক ফিচারও। যার মধ্যে উল্লেখ্য হল, ৬টি এয়ারব্যাগ, একটি ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ইএসপি), ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস), হিল অ্যাসিস্ট কন্ট্রোল (এইচএসি), ফোর-হুইল ডিস্ক ব্রেক, সমস্ত সিটের জন্য ৩ পয়েন্ট সিট বেল্ট, ইলেকট্রিক পার্কিং ব্রেক (ইপিবি) এবং ফ্রন্ট পার্কিং সেন্সর।
advertisement
২০১৯ সালে ভারতের প্রথম ইন্টারনেট এসইউভি ‘দ্য হেক্টর’ লঞ্চ করেছিল এমজি মোটর ইন্ডিয়া। আর দেশের এসইউভি-র জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে ওই সংস্থা। এই নেক্সট জেন হেক্টরের জন্য এক আকর্ষণীয় গাড়ির মালিকানা সংক্রান্ত প্যাকেজও আনা হয়েছে। যার নাম ‘এমজি শিল্ড’। এর আওতায় গ্রাহকেরা পেতে চলেছেন ৫+৫+৫-এর একটি প্যাকেজ। অর্থাৎ গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কিলোমিটারের জন্য পাঁচ বছরের গ্যারান্টি, পাঁচ বছরের রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং পাঁচটি লেবার-ফ্রি পরিষেবা।
advertisement
এ-ছাড়াও ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে আরও দু’টি উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন, উচ্চ নিরাপত্তা বিশিষ্ট এবং জিরো এমিশন ইলেকট্রিক গাড়িও লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমজি৪ (পিওর ইলেকট্রিক হ্যাচব্যাক ইভি) এবং এমজি ইএইচএস (প্লাগ-ইন হাইব্রিড এসইউভি)। ইলেকট্রিক গাড়ির চাহিদাও দেশ জুড়ে বাড়ছে। ফলে এই দুই গাড়ি উন্মোচন করে ওই সংস্থা বুঝিয়ে দিল যে, তারা এই সেগমেন্টের উপর জোর দেওয়ার ক্ষেত্রেও অঙ্গীকারবদ্ধ। এমজি৪ ইভি হ্যাচব্যাকে রয়েছে প্রচুর পরিমাণ জায়গা এবং পাঁচটি আলাদা আলাদা চার্জিং অপশন। আবার লঞ্চের পর ২০২২ সালেই এই গাড়ি বিক্রি হয়েছে ২০টিরও বেশি ইউরোপীয় বাজারে। যার মধ্যে রয়েছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, স্পেন, নরওয়ে এবং সুইডেনও। আবার অন্য দিকে এমজি ইএইচএসপ্লাগ-ইন হাইব্রিডের ভিতরে প্রচুর জায়গার পাশাপাশি এর দুর্দান্ত স্পোর্টি এক্সটেরিয়র নজর কাড়ে। আর এর ড্রাইভ সিস্টেমে রয়েছে একটি ইলেকট্রিক মোটর, একটি ব্যাটারি প্যাক এবং একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন।