LPG Gas Price Change: বাজেট পেশের আগেই দরপতন, দেখে নিন কমে কত দাঁড়াল এলপিজি সিলিন্ডারের দাম
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
আর কিছুক্ষণের মধ্যেই দেশের সাধারণ বাজেট (ইউনিয়ন বাজেট ২০২৫) আসতে চলেছে এবং তার ঠিক আগে, এলপিজি সিলিন্ডারের দাম সস্তা হয়ে গিয়েছে।
আর কিছুক্ষণের মধ্যেই দেশের সাধারণ বাজেট (ইউনিয়ন বাজেট ২০২৫) আসতে চলেছে এবং তার ঠিক আগে, এলপিজি সিলিন্ডারের দাম সস্তা হয়ে গিয়েছে। তেল বিপণন সংস্থাগুলি ২০২৫ এর ১ ফেব্রুয়ারি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। এই সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছে এবং এর পরে বাজেটের দিন থেকে রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮০৪ টাকা থেকে কমে ১৭৯৭ টাকা হয়েছে। তবে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
দিল্লি থেকে মুম্বই পর্যন্ত সস্তায় এলপিজি -আমরা যদি ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট দেখি, তেল বিপণন কোম্পানি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য) নতুন দাম প্রকাশ করেছে এবং এটি আজ ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর করা হয়েছে। যদি আমরা দেশের চারটি মেট্রো শহরের কথা বলি, দিল্লিতে তা নেমে এসেছে ১৭৯৭ টাকায় (দিল্লির এলপিজি মূল্য)। কলকাতায় এর দাম ১৯১১ টাকা থেকে ১৯০৭ টাকায় নেমে এসেছে। মুম্বইতে এটি এখন ১৭৫৬ টাকার পরিবর্তে ১৭৪৯.৫০ টাকায় পাওয়া যাবে এবং চেন্নাইতে এই দাম ১৯৬৬ টাকা থেকে ১৯৫৯.৫০ টাকায় নেমে এসেছে।
advertisement
এটি ২০২৫ সালের দ্বিতীয় কাট -এর আগে ২০২৫ সালের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দামও কমেছিল। নতুন বছর উপলক্ষে তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি দিল্লি থেকে মুম্বই পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম ১৪-১৬ টাকা কমিয়েছে। যেখানে বিগত বছরের ডিসেম্বরের শেষ মাসে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ব্যাপক বৃদ্ধি পায়।
advertisement
advertisement
গার্হস্ত্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম স্থিতিশীল -দীর্ঘদিন ধরে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা গেলেও, ১৪ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এর দামগুলি ১ ফেব্রুয়ারিতেও স্থিতিশীল রাখা হয়েছে এবং এটি ১ অগাস্ট ২০২৪ থেকে যা চলছে সেই একই দামে উপলব্ধ। এর দাম ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকায় অপরিবর্তিত রাখা রয়েছে।