Liquor Sell: মদ বিক্রিতে রেকর্ড আয় করল রাজ্য! কত কোটির ব্যবসা জানলে চমকে যাবেন!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Business News:২০২২ - ২৩ আর্থিক বছরের তূলনায় ২০২৩ - ২৪ আর্থিক বছরে হাজার কোটি টাকা বেশি মদ থেকে আয় করেছে রাজ্য সরকার।
মদ থেকে রেকর্ড আয় রাজ্যের। বলা যেতে পারে "মদ" থেকে দারুণ লক্ষ্মীলাভ হয়েছে রাজ্য সরকারের। গতবার অর্থাৎ ২০২২ - ২৩ আর্থিক বছরের তূলনায় ২০২৩ - ২৪ আর্থিক বছরে হাজার কোটি টাকা বেশি মদ থেকে আয় করেছে রাজ্য সরকার। আর মদ থেকে বেশ ভালই টাকা লাভ হয়েছে রাজ্য সরকারের।হাজার কোটিরও বেশি মদ বিক্রি করে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ও আলিপুরদুয়ার জেলা। (অনির্বাণ রায়)
advertisement
পরিসংখ্যান বলছে,২০২১ - ২২ আর্থিক বছরে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কর আদায় হয়েছিল ১১ হাজার কোটির মত। ২০২২ সালে তা বেড়ে ২১ হাজার কোটি টাকার মদ বিক্রি করেছিল রাজ্য সরকার। তার থেকে কর আদায় হয়েছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা। ২০২৩ - ২৪ আর্থিক বছরে আয় বেড়ে হয় ২৩ হাজার কোটি টাকা। কর আদায় হয়েছে ১৭ হাজার কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে জলপাইগুড়ির সহকারি আবগারি অধিকর্তা সুজিত দাস বলেন, " উত্তরবঙ্গ থেকেও খুব ভাল মদ বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা আমরা পৌঁছাতে পেরেছি। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে থাকা ভুটান, বাংলাদেশ, নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বিহার, অসম, সিকিমের মতো আন্তরাজ্য সীমান্তের থেকে অবৈধ মদ পাচারে আমরা ভাল রাশ টানতে পেরেছি। এছাড়াও জাল মদের কারখানা সফলতার সঙ্গে অভিযান চালিতে নষ্ট করা হয়েছে।"