মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ, মেয়াদ শেষে মিলবে ২৫ লাখ রিটার্ন! LIC-র জীবন আনন্দে শুধুই আনন্দ!

Last Updated:
যে জিনিসটা এই পলিসিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে সেটা হল, ১০০ বছর পর্যন্ত পলিসি কভার পাওয়ার বিকল্প।
1/12
LIC দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত বিমা কোম্পানি। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন স্কিম নিয়ে আসে তারা। উপকৃত হন দেশের বিশাল সংখ্যক মানুষ।
LIC দেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত বিমা কোম্পানি। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন স্কিম নিয়ে আসে তারা। উপকৃত হন দেশের বিশাল সংখ্যক মানুষ।
advertisement
2/12
এই স্কিমগুলি জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির জন্যে সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে, যেমন সন্তানের শিক্ষা, বিবাহ বা অবসর গ্রহণ। নিউ জীবন আনন্দ পলিসি সেরকমই। এলআইসি-র সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে এটা অন্যতম।
এই স্কিমগুলি জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির জন্যে সঠিক পরিকল্পনা করতে সাহায্য করে, যেমন সন্তানের শিক্ষা, বিবাহ বা অবসর গ্রহণ। নিউ জীবন আনন্দ পলিসি সেরকমই। এলআইসি-র সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে এটা অন্যতম।
advertisement
3/12
নিউ জীবন আনন্দ পলিসি এনডোমেন্ট প্ল্যান যা সঞ্চয় এবং সুরক্ষার সম্মিলিত সুবিধা প্রদান করে। এটি বিখ্যাত এলআইসি জীবন আনন্দ নীতির একটি আপগ্রেড সংস্করণ। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল দীর্ঘমেয়াদি হওয়ায় মোটা অঙ্কের রিটার্নের সুবিধা।
নিউ জীবন আনন্দ পলিসি এনডোমেন্ট প্ল্যান যা সঞ্চয় এবং সুরক্ষার সম্মিলিত সুবিধা প্রদান করে। এটি বিখ্যাত এলআইসি জীবন আনন্দ নীতির একটি আপগ্রেড সংস্করণ। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল দীর্ঘমেয়াদি হওয়ায় মোটা অঙ্কের রিটার্নের সুবিধা।
advertisement
4/12
এই পলিসিতে বিনিয়োগে শুধু নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাই নয়, কিছু অতিরিক্ত সুবিধাও মেলে। রেগুলার প্রিমিয়াম পেমেন্ট বেছে নেওয়ার নমনীয়তাও রয়েছে। পলিসির মেয়াদ শেষের আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ম্যাচিউরিটির টাকা দেওয়া হয় নমিনিকে।
এই পলিসিতে বিনিয়োগে শুধু নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাই নয়, কিছু অতিরিক্ত সুবিধাও মেলে। রেগুলার প্রিমিয়াম পেমেন্ট বেছে নেওয়ার নমনীয়তাও রয়েছে। পলিসির মেয়াদ শেষের আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ম্যাচিউরিটির টাকা দেওয়া হয় নমিনিকে।
advertisement
5/12
আর যে জিনিসটা এই পলিসিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে সেটা হল, ১০০ বছর পর্যন্ত পলিসি কভার পাওয়ার বিকল্প।
আর যে জিনিসটা এই পলিসিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে সেটা হল, ১০০ বছর পর্যন্ত পলিসি কভার পাওয়ার বিকল্প।
advertisement
6/12
নিউ জীবন আনন্দ পলিসি-র সুবিধা: ম্যাচিউরিটি বেনিফিট – পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদপূর্তিতে নিশ্চিত রিটার্ন।
নিউ জীবন আনন্দ পলিসি-র সুবিধা: ম্যাচিউরিটি বেনিফিট – পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদপূর্তিতে নিশ্চিত রিটার্ন।
advertisement
7/12
ডেথ বেনিফিট: পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে পূর্ব নির্ধারিত পরিমাণ দেওয়া হয়।
ডেথ বেনিফিট: পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে পূর্ব নির্ধারিত পরিমাণ দেওয়া হয়।
advertisement
8/12
লাভের ভাগ: এই পলিসিতে বিনিয়োগ করলে পলিসি হোল্ডার এলআইসি-র লাভের একটা অংশ পান।
লাভের ভাগ: এই পলিসিতে বিনিয়োগ করলে পলিসি হোল্ডার এলআইসি-র লাভের একটা অংশ পান।
advertisement
9/12
ট্যাক্স ছাড়: এই স্কিমে বিনিয়োগ করলে করছাড়ের অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
ট্যাক্স ছাড়: এই স্কিমে বিনিয়োগ করলে করছাড়ের অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
advertisement
10/12
প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগ করলে ২৫ লাখ রিটার্ন: এলআইসি-র নিউ জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লাখ টাকার সাম অ্যাসিওর্ড পেতে পারেন।
প্রতিদিন ৪৫ টাকা বিনিয়োগ করলে ২৫ লাখ রিটার্ন: এলআইসি-র নিউ জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লাখ টাকার সাম অ্যাসিওর্ড পেতে পারেন।
advertisement
11/12
এই সাম অ্যাসিওর্ড বেছে নিলে ৩৫ বছরের মেয়াদে হাতে আসবে ২৫ লাখ টাকা। ৩৫ বছর মেয়াদে প্রতি মাসে ১৩৫৮ টাকা বা বার্ষিক ১৬,৩০০ টাকা বিনিয়োগ করতে হবে।
এই সাম অ্যাসিওর্ড বেছে নিলে ৩৫ বছরের মেয়াদে হাতে আসবে ২৫ লাখ টাকা। ৩৫ বছর মেয়াদে প্রতি মাসে ১৩৫৮ টাকা বা বার্ষিক ১৬,৩০০ টাকা বিনিয়োগ করতে হবে।
advertisement
12/12
এমনকী বিনিয়োগকারী যদি প্রতি দিন ৪৫ টাকা বিনিয়োগ করেন তাহলেও মেয়াদ শেষে তিনি ২৫ লাখ টাকার মালিক হতে পারবেন।
এমনকী বিনিয়োগকারী যদি প্রতি দিন ৪৫ টাকা বিনিয়োগ করেন তাহলেও মেয়াদ শেষে তিনি ২৫ লাখ টাকার মালিক হতে পারবেন।
advertisement
advertisement
advertisement