Life Certificate : পেনশনভোগীদের জন্য বড় খবর ! বাড়িতে বসেই এবার আরও সহজে জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Life Certificate: সাধারণত, ব্যাঙ্ক-ডাকঘরের যে শাখা থেকে পেনশন নেন, সেখানে গিয়ে প্রাপকদের লাইফ সার্টিফিকেট দিতে হয় ৷
advertisement
advertisement
advertisement
কেন্দ্র চায় সমস্ত পেনশনপ্রাপকই যাতে ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেটই জমা দেন, তার ব্যবস্থা করতে ৷ পেনশন প্রাপকদের বছরে একবার সাধারণত নভেম্বর মাসে এই সার্টিফিকেট জমা দিতে হয় ৷ এক্ষেত্রে কারও নাম করে অন্য কোনও ব্যক্তি পেনশন তুলছেন না বা পেনশন প্রাপক জীবিত রয়েছেন তা নিশ্চিত করা হয়ে থাকে ৷ আর এই প্রক্রিয়ায় আঙুলের ছাপ এবং মুখের ছবি নেওয়া হয় পেনশন প্রাপকের তথ্য যাচাই করার জন্য ৷
advertisement
advertisement
advertisement
দুটি নির্দিষ্ট অ্যাপ 'জীবন প্রমাণ ফেস অ্যাপ্লিকেশন' ও 'আধার ফেস আর ডি' ডাউনলোড করতে হবে ৷ এরপর ছবি তুলে তা জমা দিতে হবে ৷ তারা ঘরে বসে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাহায্যে তাদের লাইফ সার্টিফিকেটের কাজ করতে পারেন ৷ এতে ফেসিয়াল স্ক্যান করে পেনশনভোগীকে সনাক্ত করা হয় ৷ এতে ব্যবহার করা হয়েছে UIDAI-এর ফেস সনাক্তকরণ অ্যাপ ৷ রাজ্যে এই মুহূর্তে প্রায় ১২ লাখ পেনশন গ্রাহক রয়েছেন ৷ সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উপকৃত হতে চলেছেন তাঁরা ৷