Dhanteras 2023: এই গাছটি ঘরে থাকলে নাকি টাকা-পয়সার কোনও অভাব হবে না, নিয়ে আসতে পারেন এই ধনতেরসেই
- Written by:Trending Desk
- local18
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যতদিন আমাদের ঘরে এই গাছটি থাকবে ততদিন সুখ শান্তি থাকবে। খাদ্যশস্যের মতো জিনিসের কোনও অভাব হবে না।
আমাদের বাড়িতে এমন কিছু গাছ লাগানো উচিত যা থেকে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। অনেকের বিশ্বাস, এমন একটি গাছ রয়েছে যা আমাদের ঘরে সম্পদ বাড়ায়। অনেকেই বিশ্বাস করেন এই সাদা রঙের উদ্ভিদটি লক্ষ্মীকে আকর্ষণ করে। যতদিন আমাদের ঘরে এই গাছটি থাকবে ততদিন সুখ শান্তি থাকবে। খাদ্যশস্যের মতো জিনিসের কোনও অভাব হবে না।
advertisement
advertisement
advertisement
স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি কার্যকরী। অপরাজিতা ফুলে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ডেলফিনিডিন-৩, কেমফেরল, ৫-গ্লুকোসাইড ইত্যাদি। দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে অপরাজিতায় থাকা প্রদাহরোধী উপাদানও বিশেষ কার্যকরী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি প্রদাহের জ্বালা কমিয়ে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে।
advertisement
advertisement
advertisement








