Aadhaar-এ ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক কী লাগবেই? দেখে নিন নিয়মগুলি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কীভাবে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট ব্যবহার করা যাবে, মাথায় রাখতে হবে কোন কোন কথা, দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
tiff, jpeg, বা png হলে হবে না। ফাইলের আকার প্রায় ২ এমবি-র বেশি হওয়া চলবে না। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে নেওয়া যেতে পারে। এটি আধার আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে দেখে নিতে হবে, এটি যেন পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত না হয়। উপরে উল্লিখিত বিষয়গুলিও মাথায় রাখতে হবে।
advertisement
যদি কেউ আধারে ঠিকানা আপডেট করার জন্য বাসস্থানের প্রামাণ্য নথি হিসাবে নিজের ব্যাঙ্কের পাসবুকটি ব্যবহার করতে চান, তাহলে নিশ্চিত হতে হবে যে, ওই পাসবুকের প্রথম পাতায় যেন পাসপোর্ট সাইজের ছবি আটকানো থাকে এবং বিশদ বিবরণের উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্ট্যাম্পজ-সহ ম্যানেজার বা অন্য কর্তৃপক্ষের স্বাক্ষর থাকে।