Aadhaar-এ ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক কী লাগবেই? দেখে নিন নিয়মগুলি

Last Updated:
কীভাবে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট ব্যবহার করা যাবে, মাথায় রাখতে হবে কোন কোন কথা, দেখে নেওয়া যাক।
1/7
আধার আপডেট করার সময় সর্বদা বৈধ নথি যেমন পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ প্রভৃতি আপলোড করা উচিত। বাসস্থানের প্রমাণ হিসেবে অনেকেই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক ব্যবহার করেন। কিন্তু অনেকের মনেই দ্বন্দ্ব রয়েছে আদৌ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুককে বাসস্থানের প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরা যায় কি না।
আধার আপডেট করার সময় সর্বদা বৈধ নথি যেমন পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ প্রভৃতি আপলোড করা উচিত। বাসস্থানের প্রমাণ হিসেবে অনেকেই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক ব্যবহার করেন। কিন্তু অনেকের মনেই দ্বন্দ্ব রয়েছে আদৌ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুককে বাসস্থানের প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরা যায় কি না।
advertisement
2/7
অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক বাসস্থানের প্রামাণ্য নথি হিসাবে কার্যকর হতে পারে। কিন্তু কীভাবে তাকে ব্যবহার করতে হবে, জেনে নেওয়া যাক বিস্তারিত—
অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক বাসস্থানের প্রামাণ্য নথি হিসাবে কার্যকর হতে পারে। কিন্তু কীভাবে তাকে ব্যবহার করতে হবে, জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
3/7
রাষ্ট্রায়ত্ত হোক বা স্মল ফিনান্স ব্যাঙ্ক, আধার আপডেট বা আবেদন করার জন্য তার পাসবুক বা স্টেটমেন্ট কোনও নাগরিকের বাসস্থানের প্রামাণ্য নথি হতে পারে।
রাষ্ট্রায়ত্ত হোক বা স্মল ফিনান্স ব্যাঙ্ক, আধার আপডেট বা আবেদন করার জন্য তার পাসবুক বা স্টেটমেন্ট কোনও নাগরিকের বাসস্থানের প্রামাণ্য নথি হতে পারে।
advertisement
4/7
কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাঙ্কের পাসবুক বা স্টেটমেন্টে নাম, ঠিকানা, পিন কোড যেন নির্ভুল ভাবে থাকে। কীভাবে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট ব্যবহার করা যাবে, মাথায় রাখতে হবে কোন কোন কথা, দেখে নেওয়া যাক।
কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যাঙ্কের পাসবুক বা স্টেটমেন্টে নাম, ঠিকানা, পিন কোড যেন নির্ভুল ভাবে থাকে। কীভাবে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট ব্যবহার করা যাবে, মাথায় রাখতে হবে কোন কোন কথা, দেখে নেওয়া যাক।
advertisement
5/7
অনলাইন বা অফলাইন— যে কোনও মাধ্যমে আধারের ঠিকানা আপডেট করা যেতে পারে।  অফলাইনে কাজ করতে গেলে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট কপি সঙ্গে নিতে হবে।  অনলাইনের ক্ষেত্রে নিজের ডিভাইসে jpg, pdf-এ সেভ করতে হবে ওই নথি।
অনলাইন বা অফলাইন— যে কোনও মাধ্যমে আধারের ঠিকানা আপডেট করা যেতে পারে। অফলাইনে কাজ করতে গেলে ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট কপি সঙ্গে নিতে হবে। অনলাইনের ক্ষেত্রে নিজের ডিভাইসে jpg, pdf-এ সেভ করতে হবে ওই নথি।
advertisement
6/7
tiff, jpeg, বা png হলে হবে না। ফাইলের আকার প্রায় ২ এমবি-র বেশি হওয়া চলবে না।  ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে নেওয়া যেতে পারে। এটি আধার আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে।  তবে দেখে নিতে হবে, এটি যেন পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত না হয়। উপরে উল্লিখিত বিষয়গুলিও মাথায় রাখতে হবে।
tiff, jpeg, বা png হলে হবে না। ফাইলের আকার প্রায় ২ এমবি-র বেশি হওয়া চলবে না। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে নেওয়া যেতে পারে। এটি আধার আপডেটের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে দেখে নিতে হবে, এটি যেন পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত না হয়। উপরে উল্লিখিত বিষয়গুলিও মাথায় রাখতে হবে।
advertisement
7/7
যদি কেউ আধারে ঠিকানা আপডেট করার জন্য বাসস্থানের প্রামাণ্য নথি হিসাবে নিজের ব্যাঙ্কের পাসবুকটি ব্যবহার করতে চান, তাহলে নিশ্চিত হতে হবে যে, ওই পাসবুকের প্রথম পাতায় যেন পাসপোর্ট সাইজের ছবি আটকানো থাকে এবং বিশদ বিবরণের উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্ট্যাম্পজ-সহ ম্যানেজার বা অন্য কর্তৃপক্ষের স্বাক্ষর থাকে।
যদি কেউ আধারে ঠিকানা আপডেট করার জন্য বাসস্থানের প্রামাণ্য নথি হিসাবে নিজের ব্যাঙ্কের পাসবুকটি ব্যবহার করতে চান, তাহলে নিশ্চিত হতে হবে যে, ওই পাসবুকের প্রথম পাতায় যেন পাসপোর্ট সাইজের ছবি আটকানো থাকে এবং বিশদ বিবরণের উপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে স্ট্যাম্পজ-সহ ম্যানেজার বা অন্য কর্তৃপক্ষের স্বাক্ষর থাকে।
advertisement
advertisement
advertisement