Mutual Fund Return Calculator: পাঁচ বছরে টাকা দ্বিগুণ! বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে ‘এই’ ৫ Mutual Fund, রইল তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Mutual Fund Investment: ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টগুলির মধ্যে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম অন্যতম। এতে শুধু ট্যাক্স বাঁচানো যায় তাই নয়, ভাল রিটার্নও মেলে।
২০২৪ অর্থবর্ষ শেষ হতে আর মাস চারেক বাকি। তারপর আইটিআর ফাইল করতে হবে। অনেকেই তাই ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টের পথ খুঁজছেন। তাঁদের জন্য এটাই শেষ সুযোগ। নাহলে অনেক দেরি হয়ে যাবে। ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টগুলির মধ্যে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম অন্যতম। এতে শুধু ট্যাক্স বাঁচানো যায় তাই নয়, ভাল রিটার্নও মেলে। এসআইপি-এর মাধ্যমেই বিনিয়োগ করা যায়। গত ৫ বছরে দেশের সেরা ইএলএসএস ফান্ড থেকে বিনিয়োগকারীর দ্বিগুণ বা তারও বেশি রিটার্ন পেয়েছেন।
advertisement
সেবি-এর নিয়ম অনুযায়ী, ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমের ৮০ শতাংশ স্টকে বিনিয়োগ বাধ্যতামূলক। বাকি ২০ শতাংশ অন্য কোনও অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা যায়। ইএলএসএস ফান্ডের উদ্দেশ্য হল, কর বাঁচানোর পাশাপাশি ইক্যুইটি পোর্টফোলিওর মাধ্যমে মুনাফা অর্জন। ইএলএসএস-এ ৩ বছরের লক ইন পিরিয়ড থাকে। অন্যান্য ট্যাক্স সেভিং স্কিমগুলির মধ্যে সবচেয়ে কম। তবে এই স্কিমে যদি কেউ টানা ৫ বছর বা তার বেশি সময় বিনিয়োগ করেন, তাহলে মোটা টাকা রিটার্ন পেতে পারেন।
advertisement
advertisement
Motilal Oswal ELSS Tax Saver Fund (Direct Plan) – মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের ৪ স্টার ভ্যালু রিসার্চ রেটিং রয়েছে। এসআইপি-তে পাঁচ বছরে গড় রিটার্নের হার ৩২.১৫ শতাংশ। ৩ বছরে রিটার্ন মিলেছে ৩৮.৯৫ শতাংশ হারে। এই ফান্ডে ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৬ লাখ টাকা। আর রিটার্ন ১৩,৩৪,৮৩৮ টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement