Investment Tips For 2025: ২০২৫ সালে কোথায় বিনিয়োগ করলে সবেচেয়ে বেশি লাভ পাবেন? সেক্টর ধরে ধরে বোঝালেন বিশেষজ্ঞরা
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Investment Tips: চলতি বছরের প্রথমভাগে ভারতের ইক্যুইটি বাজার দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু দ্বিতীয়ভাগে বড়সড় পতন হয়। এর পিছনে অনেক কারণ রয়েছে।
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই নতুন বছর। কিন্তু এখনও পৃথিবীর বেশ কিছু প্রান্তে ভূ-রাজনৈতিক উত্তেজনা রয়েছে। সুদের হারেও খুব একটা হেরফের হয়নি। ফলে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালেও বাজার ওঠানামা করবে, যেমন এ বছর হয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের অনুমান এমনটাই। চলতি বছরের প্রথমভাগে ভারতের ইক্যুইটি বাজার দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু দ্বিতীয়ভাগে বড়সড় পতন হয়। এর পিছনে অনেক কারণ রয়েছে। লোকসভা নির্বাচন ছিল, ডলার আগের তুলনায় শক্তিশালী হয়েছে, ভারতের অর্থনীতিতেও মন্দার আশঙ্কা দেখা দিচ্ছিল। ফলে বাজার সেভাবে বাড়েনি।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ১১ মাসে এনএসই থেকে ১৮.১ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৩ বছরের CAGR ছিল ১৭.২ শতাংশ, ৫ বছরে ১৯.৯ শতাংশ আর ১০ বছরে ১৪.৬ শতাংশ। ইক্যুইটি মিউচুয়াল ফান্ড থেকে এসআইপির মাধ্যমে বিপুল মুনাফা মিলেছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণও বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
advertisement
এই বছর, এনটিপিসি গ্রিন এনার্জি, ওলা ইলেকট্রিক মোবিলিটি এবং সুইগি লিমিটেডের মতো বড় সংস্থার আইপিও বাজারে এসেছে। বিনিয়োগকারীরাও আগ্রহ দেখিয়েছেন। ২০২৫ সালে এই সেক্টরগুলো আরও শক্তিশালী হবে বলে অনুমান করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সরকারি ব্যয় এবং কর্পোরেট ব্যায়ের বৃদ্ধি ধীরে ধীরে ভারতীয় অর্থনীতির উন্নতি ঘটাবে। পাশাপাশি ইনোভেশন-ভিত্তিক থিমগুলো আরও শক্তিশালী হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement