Investment Strategies: ‘রুল অফ ১০০ মাইনাস’, নতুন বছরে এই ফর্মুলা মেনে চললে দু’হাত ভরে রিটার্ন পাবেন, রইল বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Investment Strategies: বয়স অনুযায়ী পোর্টফোলিও সাজানোর ফর্মুলা কী? কোন বয়সে কত শতাংশ স্টকে এবং কত শতাংশ অন্যান্য বিকল্পে বিনিয়োগ করা উচিত?
advertisement
বয়স অনুযায়ী পোর্টফোলিও সাজানোর ফর্মুলা কী? কোন বয়সে কত শতাংশ স্টকে এবং কত শতাংশ অন্যান্য বিকল্পে বিনিয়োগ করা উচিত? এটা বোঝার জন্য একটা সহজ ফর্মুলা রয়েছে। এর নাম ‘রুল অফ ১০০ মাইনাস’। এতে বিনিয়োগকারীর বয়স ১০০ থেকে বাদ দিতে হবে। যে ফলাফল আসবে সেই শতাংশই তিনি ইক্যুটিতে বিনিয়োগ করবেন। বাকি ডেট বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টসে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
‘রুল অফ ১০০ মাইনাস’ সব বয়সের বিনিয়োগকারীদের জন্যই আদর্শ। মেনে চলা সহজ। সম্পদ যথাযথ বরাদ্দ করার ক্ষেত্রেও কার্যকর। বয়স অনুযায়ী সঠিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। তবে প্রয়োজন এবং লক্ষ্য অনুযায়ী এই ফর্মুলাকেও নিজের মতো সাজিয়ে নিতে পারেন বিনিয়োগকারী। এই রুল সঠিকভাবে মেনে চললে নতুন বছরে পোর্টফোলিও শুধু নিরাপদ থাকবে তাই নয়, লাভও মিলবে।