Axis Bank চালু করেছে নতুন ফিক্সড ডিপোজিট স্কিম; মিলবে এই বিশেষ সুবিধাগুলি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক Axis Bank-এর নতুন ফিক্সড ডিপোজিট স্কিমের সকল খুঁটিনাটি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে জানিয়ে রাখা উচিত হবে যে ভারতীয়রা অবশ্য এই ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা পাবেন না। আসলে Axis Bank GIFT সিটিতে অনাবাসী ভারতীয়দের জন্য ডিজিটাল US ডলার ফিক্সড ডিপোজিট স্কিম চালু করার ঘোষণা করেছে। Axis Bank জানিয়েছে যে, এটি গিফট সিটি আমানতের জন্য ডিজিটাল সুবিধা প্রদানকারী প্রথম ব্যাঙ্ক হয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement
Axis Bank-এর হোলসেল ব্যাঙ্কিং প্রোডাক্টের প্রেসিডেন্ট ও হেড বিবেক গুপ্তা জানিয়েছেন যে IBU-এর ডিজিটাল US ডলার FD NRI গ্রাহকদের বিভিন্ন মেয়াদ এবং সুদের হার থেকে বেছে নিতে সক্ষম করবে এবং IBU-এর নিবেদিত দল থেকে তাদের উচ্চ মানের পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছে৷ অর্থাৎ Axis ব্যাঙ্কের NRI গ্রাহকরা এখন ডিজিটাল US ডলার ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পেতে চলেছেন।