Indian Railways: রেলে 'লাগেজের' নতুন নিয়ম! জেনারেল থেকে এসি, লাগেজের ওজন সীমা জানুন! বেশি মালপত্রে দিতে হবে বিরাট জরিমানা...

Last Updated:
Indian Railways: ভারতীয় রেলওয়ে ট্রেনে মালপত্র বহনের নিয়ম বদলে ফেলেছে। এখন প্রতিটি শ্রেণির জন্য নির্ধারিত ওজন সীমা রয়েছে। এই সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা হিসেবে...
1/9
ভারতীয় রেলওয়ে ট্রেনে মালপত্র বহনের নতুন সীমা নির্ধারণ করেছে। এখন থেকে জেনারেল বগি থেকে শুরু করে ফার্স্ট এসি পর্যন্ত সমস্ত শ্রেণিতে মালপত্র বহনের নির্দিষ্ট সীমা ধার্য করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি মাল বহন করলে রেলওয়ে জরিমানা করতে পারে।
ভারতীয় রেলওয়ে ট্রেনে মালপত্র বহনের নতুন সীমা নির্ধারণ করেছে। এখন থেকে জেনারেল বগি থেকে শুরু করে ফার্স্ট এসি পর্যন্ত সমস্ত শ্রেণিতে মালপত্র বহনের নির্দিষ্ট সীমা ধার্য করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি মাল বহন করলে রেলওয়ে জরিমানা করতে পারে।
advertisement
2/9
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের প্রতিটি শ্রেণির যাত্রীদের জন্য আলাদা আলাদা মাল বহনের সীমা নির্ধারিত হয়েছে। জেনারেল বগি, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি—প্রত্যেকটির জন্য নির্দিষ্ট পরিমাণ মাল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্ধারিত সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের প্রতিটি শ্রেণির যাত্রীদের জন্য আলাদা আলাদা মাল বহনের সীমা নির্ধারিত হয়েছে। জেনারেল বগি, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি—প্রত্যেকটির জন্য নির্দিষ্ট পরিমাণ মাল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্ধারিত সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
advertisement
3/9
রেলওয়ে বলেছে, জেনারেল বগি থেকে এসি বগি পর্যন্ত যাত্রীদের জন্য আলাদা আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। তবে রেল কিছু অতিরিক্ত ছাড়ও দিচ্ছে মালপত্র বহনের ক্ষেত্রে, যা প্রতিটি শ্রেণির জন্য ভিন্ন। নির্ধারিত সীমার বেশি মাল বহন করলে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা আরোপ করা হবে।
রেলওয়ে বলেছে, জেনারেল বগি থেকে এসি বগি পর্যন্ত যাত্রীদের জন্য আলাদা আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। তবে রেল কিছু অতিরিক্ত ছাড়ও দিচ্ছে মালপত্র বহনের ক্ষেত্রে, যা প্রতিটি শ্রেণির জন্য ভিন্ন। নির্ধারিত সীমার বেশি মাল বহন করলে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা আরোপ করা হবে।
advertisement
4/9
জেনারেল বগিতে কত কেজি মাল নেওয়া যাবে? যদি আপনি জেনারেল বগিতে ভ্রমণ করেন, তবে রেলওয়ে ৩৫ কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি দেয়। অর্থাৎ, একটি টিকিটের সঙ্গে যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি মাল নিতে পারেন। তবে রেলওয়ে অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত মাল বহনে ছাড় দেয়। এই হিসাবে একজন যাত্রী ৪৫ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে জরিমানা দিতে হতে পারে।
জেনারেল বগিতে কত কেজি মাল নেওয়া যাবে? যদি আপনি জেনারেল বগিতে ভ্রমণ করেন, তবে রেলওয়ে ৩৫ কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি দেয়। অর্থাৎ, একটি টিকিটের সঙ্গে যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি মাল নিতে পারেন। তবে রেলওয়ে অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত মাল বহনে ছাড় দেয়। এই হিসাবে একজন যাত্রী ৪৫ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে জরিমানা দিতে হতে পারে।
advertisement
5/9
স্লিপার ও থার্ড এসি বগির জন্য সীমা রেলওয়ে স্লিপার ও থার্ড এসি ক্লাসের জন্য মাল বহনের সীমা একই রেখেছে। এই দুটি শ্রেণিতে ভ্রমণকারী যাত্রী ৪০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। পাশাপাশি, অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, একজন যাত্রী সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে জরিমানা ধার্য হবে।
স্লিপার ও থার্ড এসি বগির জন্য সীমা রেলওয়ে স্লিপার ও থার্ড এসি ক্লাসের জন্য মাল বহনের সীমা একই রেখেছে। এই দুটি শ্রেণিতে ভ্রমণকারী যাত্রী ৪০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। পাশাপাশি, অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, একজন যাত্রী সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে জরিমানা ধার্য হবে।
advertisement
6/9
সেকেন্ড ও ফার্স্ট এসি বগিতে কতটুকু মাল নেওয়া যাবে? রেলওয়ে সেকেন্ড ও ফার্স্ট এসি শ্রেণির জন্য মাল বহনের নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। সেকেন্ড এসি ক্লাসে একজন যাত্রী ৫০ কেজি পর্যন্ত মাল বহন করতে পারেন। এছাড়াও, অতিরিক্ত ১০ কেজি বহনের ছাড় রয়েছে। এইভাবে একজন যাত্রী ৬০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন।
সেকেন্ড ও ফার্স্ট এসি বগিতে কতটুকু মাল নেওয়া যাবে? রেলওয়ে সেকেন্ড ও ফার্স্ট এসি শ্রেণির জন্য মাল বহনের নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। সেকেন্ড এসি ক্লাসে একজন যাত্রী ৫০ কেজি পর্যন্ত মাল বহন করতে পারেন। এছাড়াও, অতিরিক্ত ১০ কেজি বহনের ছাড় রয়েছে। এইভাবে একজন যাত্রী ৬০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন।
advertisement
7/9
ফার্স্ট এসি বগির যাত্রীদের জন্য বিশেষ সুবিধা ফার্স্ট এসি শ্রেণিতে যাত্রীর জন্য সর্বোচ্চ মাল বহনের সীমা ধরা হয়েছে ৭০ কেজি। এছাড়াও, অতিরিক্ত ১৫ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ একজন যাত্রী সর্বোচ্চ ৮৫ কেজি পর্যন্ত মাল নিতে পারেন ফার্স্ট এসি বগিতে।
ফার্স্ট এসি বগির যাত্রীদের জন্য বিশেষ সুবিধা ফার্স্ট এসি শ্রেণিতে যাত্রীর জন্য সর্বোচ্চ মাল বহনের সীমা ধরা হয়েছে ৭০ কেজি। এছাড়াও, অতিরিক্ত ১৫ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ একজন যাত্রী সর্বোচ্চ ৮৫ কেজি পর্যন্ত মাল নিতে পারেন ফার্স্ট এসি বগিতে।
advertisement
8/9
অতিরিক্ত মাল হলে জরিমানা কত? যদি কোনো যাত্রী নির্ধারিত সীমার চেয়ে বেশি মাল বহন করেন, তাহলে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা গুণতে হবে। এই জরিমানার পরিমাণ প্রতি কেজিতে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত হতে পারে।
অতিরিক্ত মাল হলে জরিমানা কত? যদি কোনো যাত্রী নির্ধারিত সীমার চেয়ে বেশি মাল বহন করেন, তাহলে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা গুণতে হবে। এই জরিমানার পরিমাণ প্রতি কেজিতে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
9/9
নতুন নিয়মে যাত্রীদের করণীয় কী? রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের উচিত মালপত্রের ওজন ঠিকমতো মেপে নেওয়া এবং নির্ধারিত সীমার মধ্যে থাকার চেষ্টা করা। অতিরিক্ত মাল থাকলে তার জন্য আগেই পার্সেল বুকিং করা ভালো, না হলে জরিমানা দিতে হতে পারে।
নতুন নিয়মে যাত্রীদের করণীয় কী? রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের উচিত মালপত্রের ওজন ঠিকমতো মেপে নেওয়া এবং নির্ধারিত সীমার মধ্যে থাকার চেষ্টা করা। অতিরিক্ত মাল থাকলে তার জন্য আগেই পার্সেল বুকিং করা ভালো, না হলে জরিমানা দিতে হতে পারে।
advertisement
advertisement
advertisement