Indian Railways: রেলে 'লাগেজের' নতুন নিয়ম! জেনারেল থেকে এসি, লাগেজের ওজন সীমা জানুন! বেশি মালপত্রে দিতে হবে বিরাট জরিমানা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলওয়ে ট্রেনে মালপত্র বহনের নিয়ম বদলে ফেলেছে। এখন প্রতিটি শ্রেণির জন্য নির্ধারিত ওজন সীমা রয়েছে। এই সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে প্রতি কেজির ভিত্তিতে জরিমানা হিসেবে...
advertisement
রেলওয়ে জানিয়েছে, ট্রেনের প্রতিটি শ্রেণির যাত্রীদের জন্য আলাদা আলাদা মাল বহনের সীমা নির্ধারিত হয়েছে। জেনারেল বগি, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি—প্রত্যেকটির জন্য নির্দিষ্ট পরিমাণ মাল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই নির্ধারিত সীমার বেশি হলে যাত্রীদের অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
advertisement
advertisement
জেনারেল বগিতে কত কেজি মাল নেওয়া যাবে? যদি আপনি জেনারেল বগিতে ভ্রমণ করেন, তবে রেলওয়ে ৩৫ কেজি পর্যন্ত মালপত্র বহনের অনুমতি দেয়। অর্থাৎ, একটি টিকিটের সঙ্গে যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি মাল নিতে পারেন। তবে রেলওয়ে অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত মাল বহনে ছাড় দেয়। এই হিসাবে একজন যাত্রী ৪৫ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতি কেজিতে জরিমানা দিতে হতে পারে।
advertisement
স্লিপার ও থার্ড এসি বগির জন্য সীমা রেলওয়ে স্লিপার ও থার্ড এসি ক্লাসের জন্য মাল বহনের সীমা একই রেখেছে। এই দুটি শ্রেণিতে ভ্রমণকারী যাত্রী ৪০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। পাশাপাশি, অতিরিক্ত ১০ কেজি পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, একজন যাত্রী সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন। এর বেশি হলে জরিমানা ধার্য হবে।
advertisement
সেকেন্ড ও ফার্স্ট এসি বগিতে কতটুকু মাল নেওয়া যাবে? রেলওয়ে সেকেন্ড ও ফার্স্ট এসি শ্রেণির জন্য মাল বহনের নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। সেকেন্ড এসি ক্লাসে একজন যাত্রী ৫০ কেজি পর্যন্ত মাল বহন করতে পারেন। এছাড়াও, অতিরিক্ত ১০ কেজি বহনের ছাড় রয়েছে। এইভাবে একজন যাত্রী ৬০ কেজি পর্যন্ত মাল নিতে পারেন।
advertisement
advertisement
advertisement