East Bardhaman News: দুর্গম পথে সুরের আলো,বর্ধমানের 'মা স্নিগ্ধা'র জীবনসংগ্রাম অনুপ্রেরণা জোগায়

Last Updated:

ইচ্ছা ছিল বড় মঞ্চে গান কিন্তু তার আর সুযোগ হয়নি। মায়ের কাছে গান শিখে ট্রেনে-ট্রেনে গান করে ১০ থেকে ১২ জন সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন স্নিগ্ধা। বর্ধমান কাটোয়া লোকাল হোক কিংবা রামপুরহাট এক্সপ্রেস, নাম না জানলেও স্নিগ্ধা বিশ্বাসের মিষ্টি কণ্ঠের গান সকলেরই জানা

+
স্নিগ্ধার

স্নিগ্ধার ছবি

বর্ধমান,সায়নী সরকার: ইচ্ছা ছিল বড় মঞ্চে গান কিন্তু তার আর সুযোগ হয়নি। মায়ের কাছে গান শিখে ট্রেনে-ট্রেনে গান করে ১০ থেকে ১২ জন সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন স্নিগ্ধা। বর্ধমান কাটোয়া লোকাল হোক কিংবা রামপুরহাট এক্সপ্রেস, নাম না জানলেও স্নিগ্ধা বিশ্বাসের মিষ্টি কণ্ঠের গান সকলেরই জানা। তবে বিনোদনের উদ্দেশ্যে নয়, এই গান করেই পেটের ভাত যোগাড় করেন প্রায় ১০-১২ জনের। এর মধ্যে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে। বাকিরা পোষ্য কুকুর এবং বিড়াল।
জীবন যুদ্ধে হার না মানার অন্য নাম স্নিগ্ধা বিশ্বাস। জীবনের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলেছেন তিনি। ছোট থেকেই শুরু জীবন সংগ্রাম। মা লখনউর একটি স্কুলে গানের শিক্ষিকা ছিলেন, সেখানেই মা বাবার সঙ্গে থাকতেন তিনি। কিন্তু বাবা ছিলেন নেশাগ্রস্থ। চরম অত্যাচার সহ্য করতে হত স্নিগ্ধা আর তার মাকে। তাই অত্যাচার সহ্য করতে না পেরে মা তাকে নিয়ে চলে আসেন বাঁকুড়ায় মামার  বাড়িতে। বর্ধমানের একটি গানের স্কুল খোলেন মা। স্নিগ্ধার ছোটবেলা কাটে মামা বাড়িতেই। পরে মায়ের কাছে চলে আসেন বর্ধমানে।
advertisement
বর্ধমানে পড়শুনা করার সময় এক যুবকের সঙ্গে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করে শুরু করেন সংসার। কিন্তু সেখানেও ঘটে ছন্দপতন। কিছুদিন পর থেকে শুরু হয় অত্যাচার। ১৪ বছর সংসার করার পর একদিন তাকে ও তার এক ছেলে,মেয়েকে ছেড়ে হঠাৎই চলে যান তার স্বামী। ভাড়া বাড়িতে থেকে কীভাবে সংসার চালাবে তা ভেবে কুল পাচ্ছিলেন না,পরে একটি চায়ের দোকান করেন।ক্রেতা বাড়াতে গান গেয়ে চা বিক্রি শুরু করে। ব্যাবসা ঠিকঠাক চললেও শরীর সায় না দেওয়ায় অসুস্থ হয়ে পরেন তিনি। অসুস্থ হয়ে যাওয়া বন্ধ হয়ে যায় দোকানে। পরে একটু সুস্থ হলে ট্রেনে গান করার সিদ্ধান্ত নেন,সেই থেকেই ট্রেনে গান করে সাংসার চালানোর পাশাপাশি ১০-১২ জন কুকুর ও বিড়ালের মুখে ভাত তুলে দিচ্ছেন মা স্নিগ্ধা।
advertisement
advertisement
বর্ধমান বীরহাটায় একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি, তাই সমস্ত ছানাপোনাদের রাখাও সমস্যা। তবে শুধু বাড়িতেই নয়, পথেও তার প্রতীক্ষায় থাকে অনেকে। স্নিগ্ধা দেবীর এই জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে স্টেশনের অন্যান্য ব্যবসায়ীরাও। জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করে, স্নিগ্ধা দেবী আজ বহু মানুষের কাছে অনুপ্রেরণা। তার এই লড়াই প্রমাণ করে যে, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের বিশ্বাস আর ভালবাসার শক্তি। তার কণ্ঠের প্রতিটি সুর আমাদের মনে করিয়ে দেয়, যদি ইচ্ছা থাকে তবে কোনও বাধাই অসম্ভব নয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: দুর্গম পথে সুরের আলো,বর্ধমানের 'মা স্নিগ্ধা'র জীবনসংগ্রাম অনুপ্রেরণা জোগায়
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement