ঋণ নিতে হলে স্ত্রীর নামে নিন, প্রতি বছর অনেক টাকা বাঁচবে, কী কী সুবিধা পাবেন জানুন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Loan: এতে বড় ধরণের ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। আর এই ছাড় দেয় কেন্দ্র সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মহিলার নামে থাকলে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি-তে কিছু ছাড়ও পাওয়া যায়, তবে প্রপার্টিতে মহিলার কো-অনারশিপ থাকতে হবে। প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে হোম লোনের সুদের ওপর ৫০ হাজার টাকার অতিরিক্ত ছাড়ও পাওয়া যাবে। তবে এর জন্য লোনের পরিমাণ ৩৫ লাখ এবং প্রপার্টির মূল্য ৫০ লাখ টাকার মধ্যে থাকতে হবে। সুদ পরিশোধের জন্য ১.৫ লাখ টাকার অতিরিক্ত ছাড় নিতে হলে স্ট্যাম্প ডিউটির মূল্যও ৪৫ লাখ টাকার কম থাকতে হবে। এতে ক্রেডিট স্কোরও ভাল হয়। আর স্ত্রী যদি চাকরিজীবী হন, তাহলে ইএমআই-ও ভাগ হয়ে যায়।






