৮ লাখ টাকার গাড়ির লোন নেবেন ভাবছেন ? জানেন প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
লোন নেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনার ইএমআই যেন আপনার আয়ের ১০ শতাংশের বেশি না হয় ৷
advertisement
অনেক ব্যাঙ্কই ১০০ শতাংশ লোন দিয়ে থাকে গাড়ির অন-রোড প্রাইসে ৷ সেক্ষেত্রে আপনাকে প্রায় কোনও ডাউন পেমেন্টই করতে হয় না ৷ তবে সাধারণত বলা হয় গাড়ির অন-রোড প্রাইসের ২০ শতাংশ ডাউন পেমেন্ট করে দিলে আপনার উপরে চাপ অনেকটাই কমে যাবে ৷ আপনার ডাউন পেমেন্ট কম থাকলে স্বাভাবিক ভাবেই অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
ধরে নিন আপনার মাসের আয় ১ লক্ষ টাকা ৷ গাড়ির অন-রোড দাম ৮ লক্ষ টাকা হলে আপনাকে ন্যূনতম ১.৬ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে ৷ হিসেব অনুযায়ী, তাহলে আপনাকে মাসে ১০ হাজার টাকা ইএমআই দিতে হবে ৷ আপনাকে ৬.৪ লক্ষ টাকার লোন নিতে হবে ৪ বছরের জন্য ৷ ফর্মুলা হিসেবে ৮ শতাংশ সুদ হিসেবে লোন নিলে EMI ১৫,৬২৪ টাকা হবে ৷ ২০/১০/৫ ফর্মুলা হিসেবে ৫৬২৪ টাকা বেশি হয়ে যাচ্ছে ৷
advertisement
advertisement
অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, যে সব গ্রাহকের ক্রেডিট স্কোর খারাপ, তাঁদের জন্য স্বল্পমেয়াদী ঋণ-ই ভালো। যদিও মাসিক কিস্তির পরিমাণ কমে যায়, তবে দীর্ঘমেয়াদী লোনের ক্ষেত্রে সুদের হার বেশি হয়। আর গ্রাহকের ক্রেডিট স্কোর খারাপ হলে সুদের হার সাধারণত বেশি হয় আর দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে তো এমনিতেই সুদের হার বেশি। শুধু তা-ই নয়, দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে নেগেটিভ ইক্যুইটিও একটা বড় ঝুঁকি। ঋণের পরিমাণের থেকে যখন গাড়ির মূল্য কম হয়, তখন সে ক্ষেত্রে নেগেটিভ ইক্যুইটির বিষয়টি লাগু হয়। ঋণের মেয়াদ চলাকালীন গাড়ি মেরামতির প্রয়োজন হতে পারে। ফলে সে ক্ষেত্রেও খরচ বাড়ে, যা গ্রাহকের জন্য একেবারেই লাভজনক নয়।