Course after Class 12: কমার্স পড়লেই কি সিএ করা যায়? জেনে নিন যোগ্যতা, ভর্তি প্রক্রিয়া ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কেরিয়ার গড়ার উপায়
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Course after Class 12: উচ্চ মাধ্যমিকের পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ পড়ার সুযোগ রয়েছে। বর্তমানে বহু পড়ুয়াই পেশা হিসেবে সিএ-কে বেছে নিচ্ছেন। তবে এই কোর্সে ভর্তি হওয়ার আগে কোন কোন স্তর রয়েছে, যোগ্যতা কী এবং ভবিষ্যতে চাকরির সুযোগ কেমন— সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
ইন্টারমিডিয়েট পাশের পর শুরু হয় আর্টিকেলশিপ। তিন বছরের জন্য একজন অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অধীনে কাজ করতে হয়। আর্টিকেলশিপ চলাকালীনই প্রার্থীকে সিএ ফাইনাল পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে হয়। ফাইনাল পরীক্ষা পাশ করার পর ICAI-এর সদস্যপদ পাওয়া যায় এবং প্রার্থী সিএ হিসেবে কর্মজীবন শুরু করতে পারেন।
advertisement







