SBI-তে স্যালারি অ্যাকাউন্ট খুলুন, পেয়ে যান বিনামূল্যে ১ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা, ফ্রিতে সীমাহীন এটিএম লেনদেন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কেন্দ্রীয় সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মী, সামরিক বাহিনীর সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য, পুলিশ বিভাগের কর্মী, কর্পোরেট সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
কেন্দ্রীয় সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মী, সামরিক বাহিনীর সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য, পুলিশ বিভাগের কর্মী, কর্পোরেট সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন। উন্নত মানের নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন তাঁরা। সঙ্গে মেলে বিশেষ কিছু সুবিধা।
advertisement
যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে সীমাহীন লেনদেনের সুবিধা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, স্যালারি অ্যাকাউন্টে কোনও ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। অর্থাৎ এটা সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হোল্ডার দেশের যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে যত খুশি লেনদেন করতে পারেন। পুরোটাই বিনামূল্যে।
advertisement
বিনামূল্যে মোটা অঙ্কের ব্যক্তিগত দূর্ঘটনা বিমার সুবিধা: এসবিআই-এর স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা (মৃত্যু) কভারেজ দেওয়া হয়। শুধু তাই নয়, এর সঙ্গে ১ কোটি টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনা বিমা (মৃত্যু) কভার পান অ্যাকাউন্ট হোল্ডার। পাশাপাশি কম সুদে পার্সোনাল লোন, হোম লোন, কার লোন এবং এডুকেশন লোনের সুবিধাও পাওয়া যায়।
advertisement
এই পরিষেবাগুলি পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে: এসবিআই-এর স্যালারি অ্যাকাউন্টের আরও অনেক সুবিধা আছে, যা সম্পূর্ণ ফ্রি। যেমন, বছরে লকার ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। ই-মোড (মাল্টি অপশন ডিপোজিট) তৈরি করে বেশি সুদ উপার্জন করার সুযোগ থাকে। ডিম্যাট ও অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট পাওয়া যায় একদম শুরুতেই।
advertisement
এছাড়া, ড্রাফট, মাল্টি সিটি চেক, এসএমএস অ্যালার্ট, সবকিছুই ফ্রি। গ্রাহক একদম বিনামূলতে NEFT বা RTGS-এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারেন। পাশাপাশি এসবিআই রিওয়ার্ডস প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন লেনদেনে পয়েন্ট সংগ্রহ করার সুযোগও থাকছে। এসবিআই ডেবিট কার্ড এবং ইয়োনো অ্যাপে নিয়মিত অফারও আসতে থাকবে।
advertisement









