ভারতীয় নাগরিকদের জন্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড এবং আধার কার্ড অত্যন্ত জরুরি পরিচয়পত্র। মূলত আয়কর বিভাগই (আইটি) এই প্যান কার্ড প্রদান করে থাকে। তবে আধার কার্ড প্রদান করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। প্যান হল একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এটা সাধারণত কর সংক্রান্ত বিষয়ের জন্য সমস্ত মানুষ এবং ব্যবসায়ীদের দেওয়া হয়ে থাকে। আবার আধার নম্বর হল একটি ১২-অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। যা সমস্ত নাগরিককেই প্রদান করা হয়ে থাকে। আর তাই প্যান এবং আধার কার্ডকে লিঙ্ক করা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে আয়কর দফতর।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক। না হলে আয়কর বিভাগ আইটিআর নাকচ করে দেবে। সরকারি পরিষেবা পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন জানানো, ভর্তুকি লাভ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক।
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে এই সমস্যাগুলি ট্র্যানজ্যাকশনে সমস্যা দেখা দেবে৷ ১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না গ্রাহকেরা। ২) ডেবিট/ক্রেডিট কার্ড মিলবে না। ৩) ৫০০০০ টাকার উর্ধ্বে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনা সম্ভব হবে না। ৪) এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নগদ জমা করতে পারবেন না গ্রাহকেরা। ৫) এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ক্যাশে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে-অর্ডার কেনা যাবে না।
আরবিআই দ্বারা সংজ্ঞায়িত ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে একটি পেমেন্ট অথবা তার বেশি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি আর্থিক বর্ষে পে অর্ডার অথবা ব্যাঙ্কারের চেকের সমষ্টি ৫০০০০ টাকার উর্ধ্বে হওয়া যাবে না। পণ্য এবং পরিষেবা ক্রয়-বিক্রয়কারী কোনও ব্যক্তি ২ লক্ষ টাকার উর্ধ্বে লেনদেন করতে পারবেন না।