Fraud Alert: ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই বিষয়টা জেনে রাখা খুব দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fraud Alert: অনলাইন প্রতারণার নতুন কৌশল নিয়ে এবার গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই ব্যাঙ্ক।
advertisement
advertisement
advertisement
অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও বার্তা এলে চিন্তায় পড়ে যান গ্রাহক। তড়িঘড়ি সেটা করতে যান। এটারই ফায়দা তোলে স্ক্যামাররা। গ্রাহকের ডিভাইসে ম্যালওয়্যার পাঠায়। অসতর্কতার সুযোগে তথ্য হাতিয়ে নেয়। ম্যালওয়্যার প্রযুক্তির অগ্রগতি কোম্পানিগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গ্রাহকরা সতর্ক হলেই এই ফাঁদ এড়ানো সম্ভব। অপরিচিতদের কাছ থেকে আসা কোনও মেসেজ বা ইমেলের উত্তর দেওয়া যাবে না, ক্লিক করা উচিত নয় এমন কোনও লিঙ্কেও।
advertisement
advertisement
ক) সিকিউরিটি প্যাচ-সহ সর্বদা অ্যাপ এবং মোবাইল ওএস-এর লেটেস্ট ভার্সন আপডেট করে রাখতে হবে।খ) শুধুমাত্র প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মতো প্রকৃত সোর্স থেকেই অ্যাপ ইনস্টল করা উচিত। গ) থার্ড পার্টি বা অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল করার বিকল্প ব্লক করে রাখতে হবে। ঘ) অজানা ওয়েবসাইট বা ই-মেল থেকে অ্যাপ বা ফাইল ডাউনলোড করা চলবে না।
advertisement