কীভাবে অনলাইনে ITR ফাইল করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

Last Updated:
অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়। তবে তার আগে আইটিআর গণনা এবং রিপোর্ট ফাইল করার জন্য নথিপত্র রাখা আবশ্যিক।
1/8
বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল করদাতার বার্ষিক আয় জানানোর একটি ফর্ম। অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়। তবে তার আগে আইটিআর গণনা এবং রিপোর্ট ফাইল করার জন্য নথিপত্র রাখা আবশ্যিক।
বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন হল করদাতার বার্ষিক আয় জানানোর একটি ফর্ম। অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়। তবে তার আগে আইটিআর গণনা এবং রিপোর্ট ফাইল করার জন্য নথিপত্র রাখা আবশ্যিক।
advertisement
2/8
প্রথম ধাপ – আয় এবং করের হিসাব: আয়কর আইন অনুযায়ী করদাতাকে তাঁর বার্ষিক আয় গণনা করতে হবে। গণনার সময় বেতন, ফ্রিলান্সিং, সুদ থেকে প্রাপ্ত টাকা ইত্যাদি সমস্ত উৎস থেকে আয়ের হিসেব করা উচিত। করদাতা ৮০ সি ধারায় ট্যাক্স সেভিংস বিনিয়োগের উপর ডিডাকশন দাবি করতে পারেন।
প্রথম ধাপ – আয় এবং করের হিসাব: আয়কর আইন অনুযায়ী করদাতাকে তাঁর বার্ষিক আয় গণনা করতে হবে। গণনার সময় বেতন, ফ্রিলান্সিং, সুদ থেকে প্রাপ্ত টাকা ইত্যাদি সমস্ত উৎস থেকে আয়ের হিসেব করা উচিত। করদাতা ৮০ সি ধারায় ট্যাক্স সেভিংস বিনিয়োগের উপর ডিডাকশন দাবি করতে পারেন।
advertisement
3/8
দ্বিতীয় ধাপ - টিডিএস এবং ২৬ এএস ফর্ম: অর্থ বছরের ৪ ত্রৈমাসিকে টিডিএস সার্টিফিকেট থেকে প্রাপ্ত টিডিএস-এর পরিমাণ এক জায়গায় আনতে হবে। ফর্ম ২৬এএস টিডিএস এবং আর্থিক বছরে প্রদত্ত ট্যাক্সের সারাংশ দিয়ে করদাতাকে সহায়তা করে।
দ্বিতীয় ধাপ - টিডিএস এবং ২৬ এএস ফর্ম: অর্থ বছরের ৪ ত্রৈমাসিকে টিডিএস সার্টিফিকেট থেকে প্রাপ্ত টিডিএস-এর পরিমাণ এক জায়গায় আনতে হবে। ফর্ম ২৬এএস টিডিএস এবং আর্থিক বছরে প্রদত্ত ট্যাক্সের সারাংশ দিয়ে করদাতাকে সহায়তা করে।
advertisement
4/8
তৃতীয় ধাপ – সঠিক আয়কর ফর্ম বাছাই: আয়কর রিটার্ন দাখিল করার আগে কোন ফর্ম পূরণ করতে হবে সেটা সঠিকভাবে জানা উচিত। অনলাইন বা অফলাইনে রিটার্ন দাখিল করা যায়। অনলাইনে ফাইল করতে দুটি ফর্ম লাগে, আইটিআর ১ এবং আইটিআর ৪।
তৃতীয় ধাপ – সঠিক আয়কর ফর্ম বাছাই: আয়কর রিটার্ন দাখিল করার আগে কোন ফর্ম পূরণ করতে হবে সেটা সঠিকভাবে জানা উচিত। অনলাইন বা অফলাইনে রিটার্ন দাখিল করা যায়। অনলাইনে ফাইল করতে দুটি ফর্ম লাগে, আইটিআর ১ এবং আইটিআর ৪।
advertisement
5/8
পঞ্চম ধাপ – ডাউনলোড করা ফাইলে নিজের তথ্য: ইউটিলিটি ডাউনলোড করার পর দিতে হবে আয়ের যাবতীয় তথ্য। এরপর ইউটিলিটি গণনা অনুসারে প্রদেয় ট্যাক্স বা রিফান্ড প্রাপ্তি চেক করতে হবে। আয়কর চালানের বিশদ বিবরণ ডাউনলোড করা ফর্মে পূরণ করা যেতে পারে।
পঞ্চম ধাপ – ডাউনলোড করা ফাইলে নিজের তথ্য: ইউটিলিটি ডাউনলোড করার পর দিতে হবে আয়ের যাবতীয় তথ্য। এরপর ইউটিলিটি গণনা অনুসারে প্রদেয় ট্যাক্স বা রিফান্ড প্রাপ্তি চেক করতে হবে। আয়কর চালানের বিশদ বিবরণ ডাউনলোড করা ফর্মে পূরণ করা যেতে পারে।
advertisement
6/8
ষষ্ঠ ধাপ - তথ্য যাচাই: ডাউনলোড করা ফর্মের ডানদিকে কয়েকটি বাটন রয়েছে। সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করা হয়েছে কি না নিশ্চিত করতে 'ভ্যালিডেট' বোতামে ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপ - তথ্য যাচাই: ডাউনলোড করা ফর্মের ডানদিকে কয়েকটি বাটন রয়েছে। সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করা হয়েছে কি না নিশ্চিত করতে 'ভ্যালিডেট' বোতামে ক্লিক করতে হবে।
advertisement
7/8
সপ্তম ধাপ – ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে: সমস্ত তথ্য যাচাই করার পর ফাইলটিকে ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে ফাইলের ডানদিকে ‘জেনারেট এক্সএমএল’ অপশনে ক্লিক করতে হবে।
সপ্তম ধাপ – ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে: সমস্ত তথ্য যাচাই করার পর ফাইলটিকে ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে ফাইলের ডানদিকে ‘জেনারেট এক্সএমএল’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/8
অষ্টম ধাপ – আয়কর পোর্টালে এক্সএমএল ফাইল আপলোড: এবার আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ই-ফাইল ট্যাব অপশন থেকে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে। এর সঙ্গে দিতে হবে প্যান কার্ড, মূল্যায়ন বছর, আইটিআর ফর্ম নম্বর। এবার জমা দেওয়ার মোড ঠিক করতে হবে। সাবমিশন মোড থেকে ড্রপ ডাউন করে ‘আপলোড এক্সএমএল’ বিকল্প বেছে নিতে ভুললে চলবে না। এবার কম্পিউটার থেকে এক্সএমএল ফাইল অ্যাটাচ করে সাবমিট অপশনে ক্লিক করলেই জমা পড়ে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন।
অষ্টম ধাপ – আয়কর পোর্টালে এক্সএমএল ফাইল আপলোড: এবার আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ই-ফাইল ট্যাব অপশন থেকে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে। এর সঙ্গে দিতে হবে প্যান কার্ড, মূল্যায়ন বছর, আইটিআর ফর্ম নম্বর। এবার জমা দেওয়ার মোড ঠিক করতে হবে। সাবমিশন মোড থেকে ড্রপ ডাউন করে ‘আপলোড এক্সএমএল’ বিকল্প বেছে নিতে ভুললে চলবে না। এবার কম্পিউটার থেকে এক্সএমএল ফাইল অ্যাটাচ করে সাবমিট অপশনে ক্লিক করলেই জমা পড়ে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন।
advertisement
advertisement
advertisement