কীভাবে অনলাইনে ITR ফাইল করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়। তবে তার আগে আইটিআর গণনা এবং রিপোর্ট ফাইল করার জন্য নথিপত্র রাখা আবশ্যিক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অষ্টম ধাপ – আয়কর পোর্টালে এক্সএমএল ফাইল আপলোড: এবার আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ই-ফাইল ট্যাব অপশন থেকে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে। এর সঙ্গে দিতে হবে প্যান কার্ড, মূল্যায়ন বছর, আইটিআর ফর্ম নম্বর। এবার জমা দেওয়ার মোড ঠিক করতে হবে। সাবমিশন মোড থেকে ড্রপ ডাউন করে ‘আপলোড এক্সএমএল’ বিকল্প বেছে নিতে ভুললে চলবে না। এবার কম্পিউটার থেকে এক্সএমএল ফাইল অ্যাটাচ করে সাবমিট অপশনে ক্লিক করলেই জমা পড়ে যাবে ইনকাম ট্যাক্স রিটার্ন।