Indian Bank-এ ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত রিটার্ন মিলবে? রইল হিসেব

Last Updated:
বিনিয়োগকারী কত বছরের মেয়াদে কত সুদ মিলবে এবং কত টাকা বিনিয়োগ করছেন জানালেই কত রিটার্ন পাওয়া যাবে বলে দেবে ক্যালকুলেটর।
1/8
মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিক্সড ডিপোজিট। টাকা থাকে নিরাপদ, সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন। এখন ফিক্সড ডিপোজিটের রিটার্নও বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে। ফলে অনেক বিনিয়োগকারীই এদিকে ঝুঁকছেন। বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হারও বাড়িয়েছে একাধিক ব্যাঙ্ক।
মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিক্সড ডিপোজিট। টাকা থাকে নিরাপদ, সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন। এখন ফিক্সড ডিপোজিটের রিটার্নও বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে। ফলে অনেক বিনিয়োগকারীই এদিকে ঝুঁকছেন। বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হারও বাড়িয়েছে একাধিক ব্যাঙ্ক।
advertisement
2/8
ফিক্সড ডিপোজিটের সুদ গণনা অনেকের কাছেই জটিল মনে হয়। কোথাও টাকা রাখার আগে কত দিনে কত সুদ মিলবে এবং কত রিটার্ন সেই হিসেব করে নেন অনেকেই। ফিক্সড ডিপোজিটের রিটার্ন গণনা করাও এখন অনেক সহজ।
ফিক্সড ডিপোজিটের সুদ গণনা অনেকের কাছেই জটিল মনে হয়। কোথাও টাকা রাখার আগে কত দিনে কত সুদ মিলবে এবং কত রিটার্ন সেই হিসেব করে নেন অনেকেই। ফিক্সড ডিপোজিটের রিটার্ন গণনা করাও এখন অনেক সহজ।
advertisement
3/8
এর জন্যে রয়েছে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর। বিনিয়োগকারী কত বছরের মেয়াদে কত সুদ মিলবে এবং কত টাকা বিনিয়োগ করছেন জানালেই কত রিটার্ন পাওয়া যাবে বলে দেবে ক্যালকুলেটর।
এর জন্যে রয়েছে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর। বিনিয়োগকারী কত বছরের মেয়াদে কত সুদ মিলবে এবং কত টাকা বিনিয়োগ করছেন জানালেই কত রিটার্ন পাওয়া যাবে বলে দেবে ক্যালকুলেটর।
advertisement
4/8
বলে রাখা ভাল, ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট। তবে সুদের হার সর্বত্র সমান নয়। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম। মোটামুটি বিভিন্ন মেয়াদে ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান।
বলে রাখা ভাল, ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট। তবে সুদের হার সর্বত্র সমান নয়। বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম। মোটামুটি বিভিন্ন মেয়াদে ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পান।
advertisement
5/8
এখন কেউ যদি ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এক্ষেত্রে সবার আগে দেখতে হবে মেয়াদ এবং সুদের হার। ধরা যাক, বিনিয়োগকারী ৫ বছর মেয়াদে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলেন।
এখন কেউ যদি ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এক্ষেত্রে সবার আগে দেখতে হবে মেয়াদ এবং সুদের হার। ধরা যাক, বিনিয়োগকারী ৫ বছর মেয়াদে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলেন।
advertisement
6/8
এখন পাঁচ বছর মেয়াদে ৬.৫ শতাংশ হারে সুদ দেয় ইন্ডিয়ান ব্যাঙ্ক। সেক্ষেত্রে সুদ হিসেবে জমা পড়বে ৩৮,০৪২ টাকা। তাহলে পাঁচ বছর পরে তিনি মোট ১,৩৮,০৪২ টাকা রিটার্ন পাবেন।
এখন পাঁচ বছর মেয়াদে ৬.৫ শতাংশ হারে সুদ দেয় ইন্ডিয়ান ব্যাঙ্ক। সেক্ষেত্রে সুদ হিসেবে জমা পড়বে ৩৮,০৪২ টাকা। তাহলে পাঁচ বছর পরে তিনি মোট ১,৩৮,০৪২ টাকা রিটার্ন পাবেন।
advertisement
7/8
কীভাবে এই গণনা করা হল? এর জন্য নির্দিষ্ট সূত্র ব্যবহার করা হয়। ম্যানুয়াল এফডি গণনার জন্যও একই সূত্র ব্যবহার করা যেতে পারে। সূত্রটা হল - A = P (1+r/n) ^ n x t
কীভাবে এই গণনা করা হল? এর জন্য নির্দিষ্ট সূত্র ব্যবহার করা হয়। ম্যানুয়াল এফডি গণনার জন্যও একই সূত্র ব্যবহার করা যেতে পারে। সূত্রটা হল - A = P (1+r/n) ^ n x t
advertisement
8/8
এই সমীকরণে,‘A’ হল পরিপক্কতার পরিমাণ।

'P' হল প্রাথমিক বিনিয়োগ।

'r' হল এর সুদের হার।

't' বিনিয়োগের মেয়াদ দেয়।

'n' সুদ পরিশোধের ফ্রিকোয়েন্সি বোঝায়।
এই সমীকরণে,‘A’ হল পরিপক্কতার পরিমাণ। 'P' হল প্রাথমিক বিনিয়োগ। 'r' হল এর সুদের হার। 't' বিনিয়োগের মেয়াদ দেয়। 'n' সুদ পরিশোধের ফ্রিকোয়েন্সি বোঝায়।
advertisement
advertisement
advertisement