আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ কতবার পরিবর্তন করা যায়? অনেকেই UIDAI-এর এই নিয়ম জানেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
UIDAI আধার আপডেট বা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম রয়েছে।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে হোটেল বুকিং, আধার কার্ড লাগবেই। এটা ছাড়া আজকের দিনে এক পা চলাও সম্ভব নয়। অনেক সময় নাম, লিঙ্গ বা জন্মতারিখ ভুল থাকে। সংশোধন করতে হয়। আবার চাকরি বা ব্যবসার সূত্রে ঘনঘন বদলি হলেও ঠিকানা পরিবর্তন করতে হয় বারবার।
advertisement
UIDAI আধার আপডেট বা তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ দেয়। তবে এর কিছু নিয়ম রয়েছে। অধিকাংশ মানুষই এই সম্পর্কে ওয়াকিবহাল নন। দেখে নেওয়া যাক একজন ব্যক্তি কতবার নাম, ঠিকানা, লিঙ্গ ও জন্মতারিখ পরিবর্তন করতে পারেন এবং এর পদ্ধতি।
advertisement
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, আধার কার্ডে ২ বার নাম বদল করা যায়। লিঙ্গ এবং জন্মতারিখ পরিবর্তন করা যায় একবার। তবে ঠিকানা যতবার খুশি বদলানোর সুযোগ রয়েছে। এর কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি। আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে বৈধ প্রমাণপত্র দিয়ে কিংবা অনলাইনে ঠিকানা বদল করা যায়।
advertisement
বিয়ের পর অনেক মহিলাই পদবি বদলান। এর জন্য আধার সেন্টারে গিয়ে আধার নম্বর দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। সঙ্গে দিতে হয় বায়োমেট্রিক। এরপর রসিদ দিয়ে দেওয়া হয়। এই রসিদ নম্বর দিয়ে আধার আপডেট স্ট্যাটাস চেক করা যায়। নাম বা পদবি বদলের জন্য ৫০ টাকা চার্জ দিতে হয়।
advertisement
আধারে জন্মতারিখ একবারই বদলানো যায়। এর জন্য প্যান কার্ড, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র ইত্যাদির নথির প্রয়োজন। এছাড়াও সংশোধন ফর্ম পূরণ করতে হবে। এরপর আধার কেন্দ্রের আধিকারিকরা বায়োমেট্রিক নেবেন।
advertisement
এর মধ্যে আঙুলের ছাপ থেকে আইরিশ স্ক্যান, সবকিছু রয়েছে। এরপর নথি যাচাই করে দেখবে আধার কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে জন্মতারিখ আপডেট করা হবে। এর জন্য ৫০ টাকা ফি দিতে হয়।
advertisement