রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার মুখেই মার্জিনাল কস্ট অফ ফান্ড-বেসড লেন্ডিং রেট (MCLR) ও রিটেল প্রাইম লেন্ডিং রেট (RPLR) ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ দেশের একাধিক ব্যাঙ্ক৷ অর্থনীতির এই মারপ্যাঁচের নির্যাস হল, একলাফে খানিকটা বেড়ে গেল গৃহঋণে ইএমআই৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অতএব আপনি যদি হোম লোন নেওয়ার পরিকল্পনা করেন, তা হলে আপনার কাছে দুটি অপশন থাকছে, ফিক্সড রেট লোন ও ফ্লোটিং রেট লোন৷ ফিক্সড রেট লোনে ব্যাঙ্ক আপনাকে একটি সুদের হার দেবে, সেই সুদের হারেই গোটা সময়সীমা ইএমআই গুনতে হবে৷ ফ্লোটংয়ের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন হবে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতির উপর৷ বিশেষজ্ঞরা বলছেন, ফ্লোটিং রেট লোন নেওয়াই বুদ্ধিমানের৷ কারণ, গৃহঋণ সাধারণত বেশির ভাগ মানুষ ন্যূনতম ২০ বছরের জন্য নেন৷
advertisement
advertisement