জানুন PPF, NSC ও SCSS-এর সর্বশেষ সুদের হার—জানুয়ারি থেকে মার্চ ২০২৬
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অর্থ মন্ত্রক আজ (৩১ ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSY)–এর সুদের হারে কোনো পরিবর্তন করেনি। পোস্ট অফিস স্কিম নামে পরিচিত এই ছোট সঞ্চয় প্রকল্পগুলোর নতুন সুদের হার জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকের জন্য প্রযোজ্য হবে…
অর্থ মন্ত্রক আজ (৩১ ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSY)–এর সুদের হারে কোনো পরিবর্তন করেনি। পোস্ট অফিস স্কিম নামে পরিচিত এই ছোট সঞ্চয় প্রকল্পগুলোর নতুন সুদের হার জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকের জন্য প্রযোজ্য হবে…
advertisement
ভারতীয় অর্থ মন্ত্রক ৩১ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত ত্রৈমাসিক পর্যালোচনায় ছোট সঞ্চয় স্কিমগুলোর (Post Office Small Savings Schemes) সুদের হার পরিবর্তন করেনি। এর ফলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSY)–এর সুদের হার আগের ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত থাকবে। এই নতুন হারগুলো জানুয়ারি–মার্চ ২০২৬ ত্রৈমাসিকের জন্য প্রযোজ্য হবে।অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি—এটা সাত ত্রৈমাসিকের মতো ধারাবাহিকভাবে একই রকম রাখা হচ্ছে। শেষবার সুদের হারে পরিবর্তন হয়েছিল এপ্রিল ২০২৪-এ, যখন কিছু স্কিমের সুদের হার সংশোধন করা হয়েছিল।
advertisement
advertisement







