ঝক্কি ছাড়াই অনলাইন ব্যবসা করুন একদম বিনামূল্যে ! মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ সরকারের
Last Updated:
সংসার-স্বামী-সন্তান ৷ এই তিনের চাপে জেরবার বাড়ির গৃহিণীরা ৷ ইচ্ছে থাকলেও উপায় নেই ৷ টাকা রোজগারের সুযোগ মেলেনা ৷ কারণ বাড়ি থেকে এক পাও বাইরে রাখার সময় নেই ৷ সেই সঙ্গে রয়েছে আরও সমস্যা ৷ ব্যবসা শুরু করতে গেলে তো টাকার দরকার ৷ কে দেবে অত টাকা ? তাই হাজারো সমস্যার মধ্যে নিজের ইচ্ছে দমিয়ে রেখে দেন বেশীরভাগ মহিলাই ৷ এবার তাদের জন্যই রয়েছে সুখবর ৷
advertisement
ঘরে বসেই মোটা টাকা রোজকার করতে পারেন এবার ঘরণীরাও ৷ কেন্দ্রের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রক মহিলাদেরকে ফ্রি-তে ব্যবসা করার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Mahila E-haat ৷ যে ই-হাটের মারফত প্রায় ৩০টি রাজ্যের ৩২ হাজার মহিলা যুক্ত রয়েছে ৷ এই অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই রয়েছে ৭১২০টি প্রোডাক্ট ৷ এই ই-হাটের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রায় ৭.২৫লক্ষ জনের লাভ হবে ৷
advertisement
advertisement
কীভাবে শুরু করবেন ব্যবসা ? রেজিস্ট্রেশন করার পর আপনার একটি নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে ৷ এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই আপনি ঘরে যেসমস্ত জিনিস বানিয়েছেন ৷ সেগুলি একে একে ওই সাইট মারফত বিক্রি করা শুরু করুন ৷ প্রোডাক্টের একটি ছবি তুলে ই-হাটে পোস্ট করুন এবং সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্যও দিয়ে দিন প্রোডাক্টের সঙ্গে ৷
advertisement
যদি কোনও ক্রেতার আপনার দেওয়া প্রোডাক্ট পছন্দ হয় ৷ তাহলে ওয়েবসাইটে দেওয়া আপনার ফোন নম্বর এবং ইমেল আইডি নিয়ে ক্রেতা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন ৷ জিনিসটি কেনার সঙ্গে সঙ্গেই ক্রেতা জিনিসটির দাম সরাসরি অনলাইনে ট্রান্সজ্যাকশন করতে পারেন ৷ পাশাপাশি আপনি ইন্ডিয়া পোস্ট পার্সেল সার্ভিস মারফত সেই প্রোডাক্ট আপনি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন ৷ সেটিও হতে পারে অনলাইনে ৷ http://mahilaehaat-rmk.gov.in/en/india-post-parcel/ -এই লিঙ্কে গিয়ে আপনি অনলাইন এগ্রিমেন্ট করেও নিতে পারেন ৷
advertisement