উজ্জ্বলা স্কিমে মিলবে ৩টি সিলিন্ডার বিনামূল্যে! জরুরি ভিত্তিতে কাজ করছে সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে গরিব পরিবারগুলির কাছে শীঘ্রই বিনামূল্যের এই সিলিন্ডার পৌছে দেওয়া হবে তার ব্যবস্থা ও পদ্ধতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
করোনা সঙ্কট চলাকালীন দেশবাসীর সমস্যার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি গরিব পরিবারদের বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি উজ্জ্বলা যোজনায় তিনটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মোদি ৷ মানুষের কাছে যাতে সহজেই তা পৌঁছে দেওয়া যায় সেই জন্যে শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশের সমস্ত জেলার ৭৩০ ডিস্ট্রিক নোডাল অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করেন ৷
advertisement
advertisement
ভিডিও কনফারেন্সে প্রধান আরও জানান প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার অন্তর্গত তিন মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত মানুষকে লকডাউন সফল করতে সাহায্য করবে ৷ পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন করার অভিযানকেও মজবুত করবে ৷ এদিন তিনি পরিষ্কার জানিয়ে দেন যাদের এই সিলিন্ডার পাওয়ার কথা তারা যেন কোনও সমস্যা ছাড়াই সহজেই এই সুবিধা পায় সেই দিকে বিশেষ নজর রাখতে হবে ৷
advertisement
advertisement
