Government Land Ownership Rules India: সরকারি জমি দখলে রাখলে কীভাবে মিলবে তার মালিকানা? জেনে নিন আইন ও পাট্টা নেওয়ার নিয়ম...

Last Updated:
Government Land Ownership Rules India: সরকারি জমি দীর্ঘদিন ধরে দখলে রাখলেই কি মালিকানা মেলে? আইন কী বলছে? কিছু রাজ্যে বিশেষ নিয়মে পাট্টা নেওয়া সম্ভব। জেনে নিন বিস্তারিত নিয়ম...
1/9
ভারতে যদি কেউ বহু বছর ধরে কোনো সরকারি জমিতে বসবাস করেন বা তার ব্যবহার করেন, তাহলে কি তিনি সেই জমির মালিক হতে পারেন? এই প্রশ্ন অনেকের মনেই জাগে। কিন্তু এর উত্তর সহজ নয়। সরকারি জমির মালিকানা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কঠোর আইন ও নিয়ম রয়েছে, যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতে যদি কেউ বহু বছর ধরে কোনো সরকারি জমিতে বসবাস করেন বা তার ব্যবহার করেন, তাহলে কি তিনি সেই জমির মালিক হতে পারেন? এই প্রশ্ন অনেকের মনেই জাগে। কিন্তু এর উত্তর সহজ নয়। সরকারি জমির মালিকানা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কঠোর আইন ও নিয়ম রয়েছে, যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/9
 "লিমিটেশন অ্যাক্ট, 1963" অনুযায়ী, যদি কেউ কোনো ব্যক্তিগত (প্রাইভেট) জমিতে টানা ১২ বছর ধরে বাধাবিহীনভাবে বসবাস করেন বা ব্যবহার করেন, তাহলে তিনি আদালতে গিয়ে মালিকানা দাবি করতে পারেন। একে অ্যাডভার্স পজেশন বা প্রতিকূল দখল বলা হয়। কিন্তু এই নিয়ম সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
"লিমিটেশন অ্যাক্ট, 1963" অনুযায়ী, যদি কেউ কোনো ব্যক্তিগত (প্রাইভেট) জমিতে টানা ১২ বছর ধরে বাধাবিহীনভাবে বসবাস করেন বা ব্যবহার করেন, তাহলে তিনি আদালতে গিয়ে মালিকানা দাবি করতে পারেন। একে অ্যাডভার্স পজেশন বা প্রতিকূল দখল বলা হয়। কিন্তু এই নিয়ম সরকারি জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
advertisement
3/9
সরকারি জমি জনগণের সম্পত্তি, যা জনস্বার্থে ব্যবহৃত হয়। তাই শুধু দখল করে রাখলেই কেউ সেই জমির মালিক হয়ে যেতে পারেন না। সুপ্রিম কোর্টও বলেছে, সরকারি জমির ওপর দখলকে আইনি স্বীকৃতি দেওয়া যায় না।
সরকারি জমি জনগণের সম্পত্তি, যা জনস্বার্থে ব্যবহৃত হয়। তাই শুধু দখল করে রাখলেই কেউ সেই জমির মালিক হয়ে যেতে পারেন না। সুপ্রিম কোর্টও বলেছে, সরকারি জমির ওপর দখলকে আইনি স্বীকৃতি দেওয়া যায় না।
advertisement
4/9
তবে কিছু রাজ্যে সরকার এমন নীতিমালা তৈরি করেছে, যার মাধ্যমে বহু বছর ধরে সরকারি জমি দখল করে বসবাসকারী বা ব্যবহারকারীদের লিজ (পাট্টা) বা ব্যবহারাধিকারের স্বীকৃতি দেওয়া যায়। যেমন, উত্তরপ্রদেশে ভূমিহীন বা দরিদ্র মানুষদের কৃষিকাজ বা আবাসনের জন্য সরকারি জমির লিজ দেওয়া হয়।
তবে কিছু রাজ্যে সরকার এমন নীতিমালা তৈরি করেছে, যার মাধ্যমে বহু বছর ধরে সরকারি জমি দখল করে বসবাসকারী বা ব্যবহারকারীদের লিজ (পাট্টা) বা ব্যবহারাধিকারের স্বীকৃতি দেওয়া যায়। যেমন, উত্তরপ্রদেশে ভূমিহীন বা দরিদ্র মানুষদের কৃষিকাজ বা আবাসনের জন্য সরকারি জমির লিজ দেওয়া হয়।
advertisement
5/9
কীভাবে আবেদন করবেন? এই জমির জন্য আবেদন করতে হয় স্থানীয় তহসিল অফিস বা রাজস্ব বিভাগে। সেখানে জমি ব্যবহারের উদ্দেশ্য (কৃষি/আবাসন) ও কত বছর ধরে দখলে আছে, তার প্রমাণ দিতে হয়।
কীভাবে আবেদন করবেন? এই জমির জন্য আবেদন করতে হয় স্থানীয় তহসিল অফিস বা রাজস্ব বিভাগে। সেখানে জমি ব্যবহারের উদ্দেশ্য (কৃষি/আবাসন) ও কত বছর ধরে দখলে আছে, তার প্রমাণ দিতে হয়।
advertisement
6/9
দরকারি নথিপত্র কী কী? আবেদন করতে হলে দিতে হবে আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বা জলের বিল ইত্যাদি নথি, যা দখলের প্রমাণ হিসেবে কাজ করে।
দরকারি নথিপত্র কী কী? আবেদন করতে হলে দিতে হবে আধার কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বা জলের বিল ইত্যাদি নথি, যা দখলের প্রমাণ হিসেবে কাজ করে।
advertisement
7/9
সরকারি অফিস তদন্ত করে দেখবে আবেদন করার পর সংশ্লিষ্ট দফতর জমির অবস্থা ও আবেদনের বৈধতা খতিয়ে দেখে। জমির ধরন এবং লিজের মেয়াদের উপর ভিত্তি করে নির্ধারিত ফি জমা দিতে হয়।
সরকারি অফিস তদন্ত করে দেখবে আবেদন করার পর সংশ্লিষ্ট দফতর জমির অবস্থা ও আবেদনের বৈধতা খতিয়ে দেখে। জমির ধরন এবং লিজের মেয়াদের উপর ভিত্তি করে নির্ধারিত ফি জমা দিতে হয়।
advertisement
8/9
আদালতের পথ ধরলে কী হয়? অনেকেই আদালতের শরণাপন্ন হন। কিন্তু সরকারি জমির ওপর দখলের মাধ্যমে মালিকানা দাবি আদালতে প্রমাণ করা অত্যন্ত কঠিন। কারণ সরকার প্রমাণ করে দিতে পারে যে জমিটি জনসাধারণের। তাই এই পথে যেতে হলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।
আদালতের পথ ধরলে কী হয়? অনেকেই আদালতের শরণাপন্ন হন। কিন্তু সরকারি জমির ওপর দখলের মাধ্যমে মালিকানা দাবি আদালতে প্রমাণ করা অত্যন্ত কঠিন। কারণ সরকার প্রমাণ করে দিতে পারে যে জমিটি জনসাধারণের। তাই এই পথে যেতে হলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
9/9
সরকারি প্রকল্পও হতে পারে সুযোগ সরকার মাঝে মাঝে নিজস্ব জমি লিজে দেয় বা বিক্রি করে। এইসব নোটিশ পাওয়া যায় সরকারী ওয়েবসাইট অথবা তহসিল অফিসের নোটিশ বোর্ডে। যেমন উত্তরপ্রদেশের 'উপভূলেখ' পোর্টালে জমি সংক্রান্ত প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হয়।
সরকারি প্রকল্পও হতে পারে সুযোগ সরকার মাঝে মাঝে নিজস্ব জমি লিজে দেয় বা বিক্রি করে। এইসব নোটিশ পাওয়া যায় সরকারী ওয়েবসাইট অথবা তহসিল অফিসের নোটিশ বোর্ডে। যেমন উত্তরপ্রদেশের 'উপভূলেখ' পোর্টালে জমি সংক্রান্ত প্রকল্পের বিস্তারিত তথ্য দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement