ঠিক হয়ে গেল দিনক্ষণ, কবে শপথ নিতে চলেছেন দেশের নতুন উপরাষ্ট্রপতি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫ তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণন।
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সিপি রাধাকৃষ্ণন। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫ তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণন।
প্রসঙ্গত, প্রত্যাশিত ভাবেই বিপুল ভোটে জয়ী হয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণন৷ ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি৷ রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ ফলে বিরোধী শিবিরের ১৫ জন সাংসদের ভোট কোন দিকে গেল, তা নিয়ে ধোঁয়াশা থাকছে৷
advertisement
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৬৭ জন সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়৷
advertisement
সম্ভবত আগামী ১২ সেপ্টেম্বর দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন সিপি রাধাকৃষ্ণন৷ জগধীন ধনখড়ের আচমকা ইস্তফার জেরেই উপরাষ্ট্রপতি পদ শূন্য হয়ে পড়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 4:41 PM IST