West Bengal News: অশান্ত নেপাল, সেই সময়ই ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটে বাইকের ভিতরে কী মিলল জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

West Bengal News: সূত্রের খবর, ৩৪ বছর বয়সী সাহিন গাজী, বাড়ি হাকিমপুর সীমান্তে। সে মোটরবাইকের চাকার টিউবের ভেতর লুকিয়ে রেখেছিল সোনার চারটি বিস্কুট।

বিএসএফ জাওয়ানের হাতে পাকড়াও 
বিএসএফ জাওয়ানের হাতে পাকড়াও 
জুলফিকার মোল্যা, স্বরূপনগর: বাইকের টিউবের ভেতরে সোনা! বসিরহাটে অভিনব কায়দায় পাচারের চেষ্টা ভেস্তে গেল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে ধরা পড়ল অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা। বাইকের টিউব কেটে বেরোল সোনার বিস্কুট। সূত্রের খবর, ৩৪ বছর বয়সী সাহিন গাজী, বাড়ি হাকিমপুর সীমান্তে। সে মোটরবাইকের চাকার টিউবের ভেতর লুকিয়ে রেখেছিল সোনার চারটি বিস্কুট।
বাজেয়াপ্ত সোনার ওজন প্রায় ৪৯৫ গ্রাম, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা রুটিন চেকিংয়ের সময় সন্দেহজনকভাবে বাইক থামিয়ে তল্লাশি চালায়। তখনই সামনে আসে পাচারের এই অভিনব কৌশল। বাইকের টিউবের ভেতর থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুবাই ও মায়ানমার হয়ে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার হয়েছিল। কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই পাচারকারীর। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তা ভেস্তে যায়। ঘটনার পর বাজেয়াপ্ত মোটরবাইক, সোনার বিস্কুট ও গ্রেফতার হওয়া পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ খতিয়ে দেখছে, সাহিনের সঙ্গে কোনো আন্তর্জাতিক সোনার পাচারচক্রের যোগ রয়েছে কিনা।  এবার অভিনব কৌশলে টিউবের ভেতর সোনা লুকোনোর ঘটনা নজির। অন্যদিকে, পুলিশ মনে করছে সাহিন গাজী বড় কোনও আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। তদন্তে তার মোবাইল ফোনের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। পাচার রুখতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: অশান্ত নেপাল, সেই সময়ই ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাটে বাইকের ভিতরে কী মিলল জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement