ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন? সাবধান! একটা মেসেজ কিন্তু খালি করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
করদাতাদের কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস চেয়ে মেসেজ করছে প্রতারকরা। আর সেই ফাঁদে পা দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট।
আইটিআর ফাইল করার শেষ তারিখ (৩১ জুলাই) পেরিয়ে গিয়েছে। এখন শুধু ট্যাক্স রিফান্ডের অপেক্ষা। অনেকেই ইতিমধ্যে রিফান্ড পেয়েছেন। বেশ কিছু আয়কর রিটার্ন যাচাইয়ের কাজ চলছে। সেগুলো শেষ হলে, বাকিরাও পেয়ে যাবেন। এর মধ্যেই এক নতুন কেলেঙ্কারি প্রকাশ্যে এল। ব্যাঙ্ক জালিয়াতির নানা রকম ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে আসে।
advertisement
advertisement
advertisement
কীরকম মেসেজ আসছে? করদাতাদের কাছে ইংরাজিতে পাঠানো হচ্ছে মেসেজ। তাতে লেখা থাকছে, ‘আপনার XXX টাকা আয়কর রিফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে। দয়া করে আপনার অ্যাকাউন্ট নম্বর XXX যাচাই করে জানান। যদি কোনও ভুল থাকে, তাহলে এই লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করুন’। এই ধরনের মেসেজকে ভুয়ো বলেই জানিয়েছে পিআইবি।
advertisement
advertisement