Gold: বিরাট পদক্ষেপ RBI-এর! ইংল্যান্ড থেকে ভারতে ফিরছে ১ লক্ষ কেজি সোনা! এবার কি দাম কমবে সোনার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gold: সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ভল্টে (Indian vault) সোনা সরানোর জন্য একাধিক কারণ রয়েছে।
ব্রিটেনে পড়ে থাকা ১০০ টন সোনা এবার দেশে নিয়ে এল আরবিআই। জানা গিয়েছে, এই সমপরিমাণ সোনা ভিনদেশ থেকে দেশে নিয়ে আসা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ১৯৯১ সাল থেকে এত বেশি পরিমাণ সোনা একসঙ্গে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়নি ভারত। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ঠিক এত পরিমাণ সোনাই সরাচ্ছে।
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ভল্টে (Indian vault) সোনা সরানোর জন্য একাধিক কারণ রয়েছে। পরিকাঠামোগত কারণও রয়েছে এর মধ্যে। এর ফলে আগামী কয়েকমাসে ভারতে বিপুল পরিমাণ সোনা ঢুকছে। আরও জানা যাচ্ছে, মার্চের শেষ পর্যন্ত RBI-এর হাতে ৮২২.১ টন সোনা ছিল। যার মধ্যে ৪১৩.৮ টন সোনা বাইরে ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement