Gold Pure Or Fake: ৫ মিনিটে বুঝে নিন সোনা আসল না নকল! খাঁটি সোনা চেনার 'এই' চিহ্নগুলি অবশ্যই জানুন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Checking Gold Purity: সোনা কিনলেই তো হল না। সোনা আদৌ খাঁটি কিনা সেটা একটা বড় বিষয়। আর ধনতেরাসের ভিড়ে সোনা কিনতে গিয়ে বিশুদ্ধতার সঙ্গে আপোষ করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু কী করে বুঝবেন সোনা খাঁটি কিনা?
advertisement
advertisement
সোনার বিশুদ্ধতা ক্যারেট (K) এ পরিমাপ করা হয়। ২৪ ক্যারেট অর্থাৎ ২৪K সবচেয়ে খাঁটি সোনা হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই খাঁটি সোনা থেকে গয়না তৈরি করা যাবে না। কয়েন ও সোনার বার তৈরিতে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হয়। এটি সবচেয়ে খাঁটি সোনা। এর বিশুদ্ধতা ৯৯৯ হিসাবে বিবেচিত হয় অর্থাৎ ২৪ ক্যারেট সোনা ৯৯.৯০ শতাংশ খাঁটি এবং অন্যান্য ধাতুগুলি ০.১ শতাংশ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরও একটি ঘরোয়া উপায় হল ভিনিগারে পরীক্ষা করে দেখা। সোনায় কয়েক ফোঁটা ভিনেগার দিন। আপনার গয়না বা সোনার টুকরো একটি সমতল পৃষ্ঠে সেট করুন। একটু ভিনিগার লাগাতে একটি আইড্রপার ব্যবহার করুন এবং এটি প্রায় ১৫ মিনিটের জন্য থাকতে দিন। আসল সোনার রং বদলাবে না, কিন্তু নকল সোনার রং এই রাসায়নিক বিক্রিয়ায় বদলে যায়।