Gold Price Fall: সুখবর ! কমল সোনার দাম, ১ গ্রাম সোনা কতটা সস্তা হল

Last Updated:
Gold Price Fall: আজ সোনার দামে দেখা মিলল উল্লেখযোগ্য পতন। জেনে নিন ১ গ্রাম ও ১০ গ্রাম সোনা কতটা সস্তা হয়েছে এবং কেন বাজারে এই দাম কমেছে।
1/7
সোনার বাজারে আবারও দেখা মিলল স্বস্তির হাওয়া। কয়েকদিন ধরে টানা বৃদ্ধির পর অবশেষে কমেছে সোনার দাম। ফলে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইয়ের মুখে হাসি ফুটেছে। বিয়ের মরশুমে এই দাম কমা অনেকের বাজেটে স্বস্তি এনে দিয়েছে।
সোনার বাজারে আবারও দেখা মিলল স্বস্তির হাওয়া। কয়েকদিন ধরে টানা বৃদ্ধির পর অবশেষে কমেছে সোনার দাম। ফলে সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইয়ের মুখে হাসি ফুটেছে। বিয়ের মরশুমে এই দাম কমা অনেকের বাজেটে স্বস্তি এনে দিয়েছে।
advertisement
2/7
আজকের বাজারে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দরে বেশ কিছুটা পতন দেখা গিয়েছে। যদিও প্রতিদিনই আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে দাম ওঠানামা করে, তবুও আজকের এই পতন বিশেষ উল্লেখযোগ্য।
আজকের বাজারে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দরে বেশ কিছুটা পতন দেখা গিয়েছে।যদিও প্রতিদিনই আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে দাম ওঠানামা করে, তবুও আজকের এই পতন বিশেষ উল্লেখযোগ্য।
advertisement
3/7
এখন কি সোনা কেনার সঠিক সময়?বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সোনা কেনা লাভজনক হতে পারে। কারণ—

১. 

দাম কম থাকায় স্বল্প খরচে কেনা যাবে
২. দীর্ঘমেয়াদে সোনা সবসময় নিরাপদ বিনিয়োগ

৩. ভবিষ্যতে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে

যাঁরা বিয়ে বা অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখনই বাজারে নজর রাখতে পারেন।
এখন কি সোনা কেনার সঠিক সময়? বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সোনা কেনা লাভজনক হতে পারে। কারণ— ১. দাম কম থাকায় স্বল্প খরচে কেনা যাবে ২. দীর্ঘমেয়াদে সোনা সবসময় নিরাপদ বিনিয়োগ ৩. ভবিষ্যতে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যাঁরা বিয়ে বা অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখনই বাজারে নজর রাখতে পারেন।
advertisement
4/7
যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দাম কমার সময় কেনা সবসময় লাভজনক। আবার বিনিয়োগের লক্ষ্য থাকলে ২৪ ক্যারেট সোনা বা গোল্ড ETF জনপ্রিয় বিকল্প।
যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দাম কমার সময় কেনা সবসময় লাভজনক। আবার বিনিয়োগের লক্ষ্য থাকলে ২৪ ক্যারেট সোনা বা গোল্ড ETF জনপ্রিয় বিকল্প।
advertisement
5/7
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে এই মুহূর্তে যারা কেনার কথা ভাবছেন, তাদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগের মাধ্যম। তবে এই মুহূর্তে যারা কেনার কথা ভাবছেন, তাদের কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করতে পারে।
advertisement
6/7
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২১৫৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৯৮০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৬২৮৫ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২ ডিসেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২১৫৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৯৮০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৬২৮৫ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
7/7
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement