Voltas-এর ১.৫ টন ফাইভ-স্টার, ইনভার্টার এসি পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়ে। ফলে তার দাম দাঁড়াবে ৪১,৯৯০ টাকা। এই এসি যে কোনও ভারতীয় ঘরের জন্য একেবারে নিখুঁত। খুব সহজেই Amazon থেকে এই এসি কিনে ফেলা যাবে। যদি কেউ ক্রেডিট কার্ডে এসি কিনতে চান, তাহলে তিনি ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পেতে পারেন। তাছাড়া এই পণ্যটিতে দেওয়া হচ্ছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।