FD, Mutual Fund না কি Gold- কোথায় বিনিয়োগ বেশি লাভজনক? আপনার কোনটি বেছে নেওয়া উচিত?
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই দ্বিধায় পড়েন — FD, মিউচুয়াল ফান্ড না কি সোনা? রিটার্ন ও ঝুঁকি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানালেন কোন বিনিয়োগে বেশি লাভ হতে পারে।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। কিন্তু এখানে দুটো দিকে নজর রাখা দরকার। এর মধ্যে প্রথমটা হল ঝুঁকি। কিছু বিনিয়োগ বিকল্পে ঝুঁকি থাকে, অনেকগুলোয় আবার থাকে না। অতএব, বিবেচনা করতে হবে কতটা ঝুঁকি নেওয়া যায়! আবার, রিটার্নও একটা ফ্যাক্ট, বোধহয় এটাই সবচেয়ে বড় বিষয়। রিটার্ন ভাল না এলে আর বিনিয়োগ করা কেন!
advertisement
বিনিয়োগের বাজারে সকলেই এই তিনটি বিকল্পের সঙ্গে পরিচিত: ফিক্সড ডিপোজিট বা এফডি, মিউচুয়াল ফান্ড এবং সোনা। এই তিনটিই বিনিয়োগের সুপরিচিত মাধ্যম। ফিক্সড ডিপোজিট নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করলেও সোনা বেশি ভাল রিটার্ন দেয়। অন্য দিকে মিউচুয়াল ফান্ডগুলি ইতিমধ্যেই তাদের আকর্ষণীয় রিটার্নের জন্য পরিচিত।
advertisement
কিন্তু কোনটি কার জন্য সবচেয়ে ভাল? আর কোনটিতেই বা বিনিয়োগ করলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে? বুঝে নেওয়া যাক।দীর্ঘমেয়াদে সোনা একটি নিরাপদ বাজি। যখনই বিশ্বব্যাপী অস্থিরতা বৃদ্ধি পায়, তখনই সোনার চাহিদা বৃদ্ধি পায়। তবে, চাহিদা এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে এর দাম ওঠানামা করে। সোনায় রিটার্ন প্রায় ১২ শতাংশ ধরে এগোনো যায়।এফডি এমন একটি স্কিম, যেখানে টাকা সবচেয়ে নিরাপদ থাকে। মোটামুটি এর রিটার্ন ৭.৫ শতাংশ ধরে নেওয়া হয়। তবে, মুদ্রাস্ফীতিকে হারানোর সামর্থ্য ফিক্সড ডিপোজিটের নেই।
advertisement
advertisement
দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোনটি ভাল?- দীর্ঘমেয়াদে সোনার দাম সব সময় বৃদ্ধি পায়। ভারতের মতো দেশে এর চাহিদা কমার সম্ভাবনা কম, কারণ সোনা কেবল বিনিয়োগের উদ্দেশ্যেই নয়, বরং ধর্মীয় উদ্দেশ্যেও কেনা হয়। - দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেও বেশি রিটার্ন পাওয়া যায়।- মিউচুয়াল ফান্ডগুলোও কেবল তখনই সুবিধা প্রদান করে যখন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা হয়।বিনিয়োগের বিকল্পভৌত সোনা কেনা, যেমন গয়না বা বার, সেই সাবেকি পদ্ধতি রয়েছেই। এছাড়া ইটিএফ, ডিজিটাল গোল্ড, গোল্ড মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সোনায় ডিজিটাল ভাবেও বিনিয়োগ করা যায়।ফিক্সড ডিপোজিটের জন্য ব্যাঙ্কে বিনিয়োগ করতে হয়। এই স্কিমটি পোস্ট অফিসে টার্ম ডিপোজিট নামে পাওয়া যায়।আর মিউচুয়াল ফান্ডের অধীনে বিভিন্ন ফান্ডে অর্থ বিনিয়োগ করা যায়।
advertisement







