EPFO থেকে কখন এবং কত টাকা নিজের PF থেকে তোলা যেতে পারে? জানুন নিয়ম কী বলছে?
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
EPFO পিএফ সংক্রান্ত নিয়ম করেছে, যেখানে বলা হয়েছে যে, একজন কর্মচারী কত দিনে তার পিএফ-এর পরিমাণ কত শতাংশ তুলতে পারবেন এবং এতে কী কী উপাদান কাজ করে।
দেখতে গেলে এও কিন্তু এক রকমের বিনিয়োগই, বিশেষ করে সঞ্চয়ের প্রশ্ন যদি ওঠে। কেউ যদি কোনও কোম্পানি বা কারখানায় কাজ করে এবং নিজের উপার্জনের কিছু অংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়, তাহলে সেই টাকা খারাপ সময়ে কাজে লাগতে পারে। EPFO পিএফ অ্যাকাউন্ট এবং এর সঙ্গে সম্পর্কিত সমস্ত নিয়ম পর্যবেক্ষণ করে। এই রিপোর্টে আমরা জানাতে যাচ্ছি যে, কেউ কখন এবং কত টাকা নিজেদের পিএফ অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement
কোম্পানিটি ৬ মাস বন্ধ থাকলে -যে কোম্পানিতে কর্মচারী কাজ করেন, সেটি যদি কোনও ৬ মাসের জন্য বন্ধ থাকে, তাহলে কর্মচারীর কাছে PF অ্যাকাউন্টে জমা করা সম্পূর্ণ টাকা উত্তোলনের বিকল্প রয়েছে। কিন্তু যখন কোম্পানি বা কারখানা আবার চালু হবে, তখন কর্মচারীকে পিএফ থেকে তোলা টাকা দিতে হবে। ৩৬টি কিস্তিতে এটি ফেরত দিতে হবে।
advertisement
advertisement
advertisement









